31 C
Kolkata

Beauty tips: কমলা লেবুর খোসা দিয়ে করে ফেলুন রূপচর্চা! রইল টিপস

নিজস্ব প্রতিবেদন: কমলা লেবু একটি অতি সুস্বাদু ফল। এটি ভিটমিন সি’র চাহিদা পূরণ করার পাশাপাশি রূপচর্চার কাজেও এই ফলের খোসা ব্যবহার করা যায়। কীভাবে কমলার খোসা দিয়ে রূপচর্চা করবেন জেনে নিন!

  • ব্ল্যাকহেডস দূর করে: দইয়ের সঙ্গে কমলালেবুর খোসার গুঁড়ো মিশিয়ে নিন তারপর মুখে লাগান ব্ল্যাকহেডস দূর হবে ম্যাজিকের মত। মুখে দশ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। ব্ল্যাকহেডসের পাশাপাশি কয়েক মিনিটেই দূর হবে কালো কালো দাগ।
  • ব্রণ দূর করে: কমলার খোসার গুঁড়ো অল্প গোলাপজলে মিশিয়ে মুখে লাগালে ব্রণের সমস্যা দূর হয়।
  • ট্যানিং দূর করে: ট্যানিং দূর করতে কমলার খোসা খুবই কার্যকর । কমলা লেবু খেয়ে খোসা ফেলে দেবেন না। রোদে শুকনো খোসাগুলো মধুর সঙ্গে মিশিয়ে , গুঁড়ো করে মুখে লাগান। দশ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। মুখের সব কালচে ছোপ দূরে যাবে।
  • চুলের ঔজ্জ্বল্য বাড়ায়: শুধু মুখের জন্য নয়, চুলের জন্যও কমলার খোসা খুবই উপকারী। কমলার খোসা পেস্ট করে ব্যবহার চুলে ব্যাবহার করলে চুলের ঔজ্জ্বল্য ও শক্তি বৃদ্ধি পায়। সেই সঙ্গে খুশকি ও চুল পড়ার সমস্যাও দূর হয়।
  • দাগ দূর হয়: কমলার খোসা মসুর ডালের সঙ্গে পিষে মুখে লাগালে দূর হয় দাগ । পাশাপাশি গায়ের রংও উজ্জ্বল হয়। নারী-পুরুষ নির্বিশেষে এই মিশ্রণটি মুখে লাগালে দারুণ উপকার পাবেন।
আরও পড়ুন:  Boro Kachari Mandir: আপনি কি জানেন, বড় কাছারি মন্দিরে আজও জাগ্রত মহাদেব ?

Featured article

%d bloggers like this: