নিজস্ব প্রতিবেদন: গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে বড় পদক্ষেপ করেছে গুগল। কয়েকদিন আগেই ১৫০টির বেশি অ্যাপ নিষিদ্ধ করেছিল এই সার্চ ইঞ্জিন জায়ান্ট। গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করার মতো অভিযোগ উঠেছিল এই অ্যাপগুলির বিরুদ্ধে। এবার আরও বেশ কয়েকটি অ্যাপের বিষয়ে সতর্ক করা হয়েছে। কয়েকটি অ্যাপের কথা বলা হয়েছে, যেগুলি ফোনে থাকলে চুরি হতে পারে আপনার ব্যক্তিগত তথ্য।
ফোন থেকে তথ্য চুরি করা অ্যাপগুলি হল-ব্লুটুথ অটো কানেক্ট, ব্লুটুথ অ্যাপ সেন্ডার, মোবাইল ট্রান্সফার: স্মার্ট সুইচ এবং ড্রাইভার:ব্লুটুথ, ওয়াইফাই, ইউএসবি। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা ম্যালওয়্যারবাইটস ল্যাবের এক ব্লগ বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। ম্যালওয়্যারবাইটস ল্যাবের তথ্যমতে, ব্যবহারকারীদের বোকা বানাতে ট্রোজান ঘরানার ভাইরাসটি অ্যাপের মধ্যে বিভিন্ন ভুয়ো বিজ্ঞাপন দেখায়। বিজ্ঞাপনগুলিতে ক্লিক করলেই বিভিন্ন সেবা ব্যবহারের প্রলোভনে মুঠোফোন থেকে তথ্য সংগ্রহ করে সাইবার অপরাধীদের পাঠাতে থাকে অ্যাপগুলো।
মুঠোফোন লক করা থাকলেও অ্যাপগুলো গোপনে ব্রাউজারে নতুন ট্যাব খুলে ক্ষতিকর কনটেন্টযুক্ত বিভিন্ন ওয়েবসাইট চালু করতে পারে। মুঠোফোনের লক খুলে ওয়েবসাইটগুলি দেখা যাওয়ায় অনেকে প্রলোভনে পড়ে বিভিন্ন লিঙ্ক বা বিজ্ঞাপনে ক্লিক করেন। ফলে, মুঠোফোন থেকে তথ্য সংগ্রহ করতে থাকে সাইবার অপরাধীরা। শুধু তাই নয়, দীর্ঘ সময় বিভিন্ন ওয়েবসাইট চালু থাকায় ফোনের ব্যাটারির চার্জও কমে যায়।
মোবাইল অ্যাপস গ্রুপের তৈরি অ্যাপগুলি গুগলের নিরাপত্তাব্যবস্থার চোখ এড়িয়ে প্লে স্টোরে জায়গা করে নেওয়ায় এরই মধ্যে ব্লুটুথ অটো কানেক্ট ১০ লাখ বারের বেশি নামানো হয়েছে। নিরাপদ থাকতে দ্রুত অ্যাপগুলি মুছে ফেলার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।