31 C
Kolkata

Astro tips: শারীরিক বৈশিষ্ট্যর দেখে মানুষ চিনবেন!

নিজস্ব প্রতিবেদন: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, মানুষের মুখের কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখেই চেনা যায় তার চরিত্র। বিশ্বাস করা হয় যে, মুখই হল মনের আয়না। ছেলে বা মেয়ে সবার মুখের মধ্যেই ফুটে ওঠে চারিত্রিক বৈশিষ্ট্য । মুখ বাদে আরও শারীরিক অনেক বৈশিষ্ট্য বলে দেওয়া যায় সেই মানুষটি কেমন।

  • ঠোঁট ও নাকের দূরত্ব : সেন্স অফ হিউমার সবার মধ্যে থাকে না। এটি একটি বিশেষ গুণ। উপরের ঠোঁট এবং নাকের মধ্যে দূরত্ব কতটা তা দেখলেই বোঝা যায় কার সেন্স অফ হিউমার কেমন। এই দুটি বস্তুর মধ্যে দূরত্ব যত বেশি হবে, তার সেন্স অফ হিউমার তত বেশি হবে।
  • নাকের ছিদ্র:
    অনেক কিছু বলা যায় নাকের ছিদ্র দেখেও । নাকের ছিদ্র বড় হলে, মানুষটি খুবই কর্মনিপুণ এবং সে প্রবল কল্পনাশক্তির অধিকারী। আর, নাকের ছিদ্র ছোট হলে তাদের খুব একটা বড় মনের পরিচয় পাওয়া যায় না।
  • দাঁতের উপর দাঁত :
    যাদের দাঁতের উপর দাঁত থাকে, তারা খুবই বুদ্ধিমান, ভাগ্যবান ও সৃজনশীল প্রকৃতির হয় এবং এদের ভোগ-বিলাসিতার উপর আসক্তি খুব বেশি।
  • ঠোঁট :
  • যার উপরের ঠোঁট যত বেশি মোটা হয়, তার কথায় ও আচরণে তত বেশি ভদ্রতা এবং মহত্ব থাকে।
আরও পড়ুন:  Health tips: এবার মেদ কমুক বিনা ব্যায়ামের ডায়েটেই !

Featured article

%d bloggers like this: