নিজস্ব প্রতিবেদনঃ ছোটবেলায় পুতুল খেলা মানেই বাবা-মায়ের কাছে বার্বি ডলের জন্য বায়না । কিন্তু, ছোটবেলার সেই পুতুলখেলাতে বার্বিকে আটকে রাখতে পারলেন না অস্ট্রেলিয়ার বছর ২৫-এর এক তরুণী । পছন্দের পুতুলের মতোই হতে চাইলেন । করালেন একের পর এক অস্ত্রোপচার । খরচ হল প্রায় ৮২ লক্ষ । কিন্তু, নতুন জীবন পেয়ে খুশি জ্যাজ়মিন ফরেস্ট । পুরোপুরি বার্বি হয়ে ওঠাই এখন তাঁর লক্ষ্য ।
মানুষের জীবনে কিছু স্বপ্ন থাকে, যেমন কেরিয়ার, বাড়ি, গাড়ি, বিয়ে… কিন্তু জ্যাজমিন স্বপ্ন দেখে অস্ত্রোপচারের । একটা ‘ড্রিম সার্জারি’-র তালিকাও রয়েছে তাঁর । ভবিষ্যতে সেইসব সার্জরিগুলি করার ইচ্ছা রয়েছে । জ্যাজমিনের দাবি, নতুন পাওয়া এই রূপ তাঁর জীবন সম্পূর্ণ বদলে দিয়েছে । মানুষ খুব ভাল ব্যবহার করছে । জানা গিয়েছে, ওই তরুণী মাত্র ১৮ বছর বয়সে স্তন প্রতিস্থাপন করে তাঁর জীবনের প্রথম অস্ত্রোপচার শুরু করেন।
এরকম অস্ত্রোপচার নতুন নয় । আগেও বহু মানুষ অন্যের মতো হওয়ার জন্য অস্ত্রোপচার করিয়েছেন একাধিকবার । কিন্তু, কেন এই প্রবণতা বাড়ছে ? অনেকেই নিজের শরীর নিয়ে সন্তুষ্ট থাকেন না । সেক্ষেত্রে এভাবে, নিজের চেহারা পরিবর্তনের আকাঙ্ক্ষার পিছনে এটা অন্যতম কারণ । এগুলি ছাড়াও আত্মসম্মান, আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এভাবে অস্ত্রোপচারের দিকে ঝুঁকছেন ।