33 C
Kolkata

Durga Puja UNESCO: ইউনেসকোর ‘সাংস্কৃতিক ঐতিহ্যের’ তালিকায় জুড়ে গেল দুর্গাপুজোর নাম

নিজস্ব সংবাদদাতা : অবশেষে রাজ্য সরকারের আবেদনে সারা দিল ইউনেসকো। আন্তর্জাতিক স্বীকৃতি পেল দুর্গাপুজো। ইউনেসকোর ‘সাংস্কৃতিক ঐতিহ্যের’ তালিকায় জুড়ে গেল দুর্গাপুজোর নাম। ইন্ডিয়া অ্যাট ইউনেসকোর পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় জানিয়ে দেওয়া হল, কলকাতার দুর্গাপুজোর মধ্যে আছে দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য।

যে কারণেই এটিকে ইউনেসকোর কালচালার হেরিটেজের তালিকায় এটিকে অন্তর্ভূক্ত করা হল। ১৩ ডিসেম্বর থেকে প্যারিসে বসেছে ইউনেসকোর বিশেষ কমিটির সভা। চলবে ১৮ তারিখ পর্যন্ত। সেই সভাতেই এই সিদ্ধান্ত হয়েছে বলে খবর। দুর্গাপুজো বাংলার ঐতিহ্য। ধর্মের বেড়াজাল ভেঙে সার্বিক উৎসবের চেহারা নিয়েছে এই পুজো। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মেতে ওঠে উৎসবে। বঙ্গ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে দুর্গাপুজো। এবার আন্তর্জাতিক সম্মান ছিনিয়ে নিল সেই উৎসব।

আরও পড়ুন:  Viral News: ‘দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বলেই চরম সিদ্ধান্ত’, কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে বার্তা বিজেন্দরের

শেষ কয়েকবছর ধরেই দুর্গাপুজোকে এক আন্তর্জাতিক উৎসব হিসাবে তুলে ধরার সব চেষ্টা করে চলেছে রাজ্য সরকার। তবে কোভিডের কারণে সেই উদ্যোগে ছাঁটাই করতে হয়েছে। পাশাপাশি, হয়নি জমকালো পুজোর কার্নিভালও। তবে কোভিডের দাপট মিটলে সমান আয়োজনে ফিরবে পুজো, এমনটাই আশা করছেন সকলে। তার মধ্যেই এই স্বীকৃতি নতুন করে পুজোকে ঘিরে গড়ে ওঠে পর্যটন শিল্পকে আগের থেকেও উচ্চ স্তরে নিয়ে যেতে পারবে, এমনই আশা করছেন অনেকে।

Featured article

%d bloggers like this: