নিজস্ব সংবাদদাতা :: করোনা মোকাবিলায় ভারতকে বিনামূল্যে ভেন্টিলেটর দেবে আমেরিকা। এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি ট্যুইট বার্তায় শনিবার ট্রাম্প বলেন, ” আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে আমেরিকা আমাদের বন্ধু ভারতকে ভেন্টিলেটর দান করবে। এই মহামারীর সময় আমরা ভারত এবং নরেন্দ্র মোদির পাশে রয়েছি। প্রতিষেধক তৈরির ক্ষেত্রেও আমরা একে অপরকে সহযোগিতা করছি। একসঙ্গে আমরা এই অদৃশ্য শত্রুকে ধ্বংস করব। ” এর আগে করোনা মোকাবিলায় প্রচুর পরিমাণে হাইড্রক্সিক্লোরোকুইন আমেরিকায় পাঠিয়েছিল ভারত । এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল আমেরিকাও ।এদিকে ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করলেও চিনের উপর বেজায় খাপ্পা ট্রাম্প । করোনা অতিমারির পর চিনের সঙ্গে প্রায় সবরকম সম্পর্ক ছিন্ন করতে পারলেই এখন বাঁচেন মার্কিন প্রেসিডেন্ট । চিনের প্রেসিডেন্ট শি জিংপিং- এর সঙ্গে কোনও কথা বলতেই আগ্রহী নন ট্রাম্প । প্রতিরক্ষা, উড়ান, সামরিক সরঞ্জামের মতো ঝুঁকিপূর্ণ ক্ষেত্রের চিনা সংস্থায় মার্কিন পেনশন ফান্ডের টাকা খাটানো চলবে না। এমনটা মার্কিন সংস্থাগুলিকে আগেই জানিয়ে দিয়েছিলেন ট্রাম্প । অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ফের অনুদান দেবার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন । চিনের সঙ্গে মনোমালিন্যের জেরে এতদিন এই আর্থিক অনুদান বন্ধ রেখেছিলো আমেরিকা