নিজস্ব সংবাদদাতা :: লকডাউনের মধ্যেই বিমান দুর্ঘটনা । মৃত্যু হল কানাডার রয়্যাল এয়ার ফোর্সের এক মহিলা ক্যাপ্টেনের । তাঁর নাম জেন ক্যাসি বলে জানা গিয়েছে । করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাধারণ মানুষের প্রচেষ্টাকে কুর্নিশ জানাতে গিয়ে ভেঙে পড়ে বিমানটি । লোকালয়ের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি । ফলে আরও বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা ছিল । Royal Canadian Air Force–এর এক সদস্যের মৃত্যু হলেও অন্যজন ভেঙে পড়ার আগে প্যারাশ্যুটের সাহায্যে ঝাঁপ দিয়ে বেঁচে যান । তিনি গিয়ে একটি বাড়ির ছাদে গিয়ে পড়েন । তাঁর চোট লাগলেও তা গুরুতর নয় বলে জানা গিয়েছে ।তবে ক্যাপ্টেন জেন ক্যাসির মৃত্যুর ঘটনা যথেষ্ট দুঃখজনক । এই কঠিন সময় যাঁরা লড়াইয়ে সবার সামনে রয়েছেন, তাঁদের এমন মর্মান্তিক মৃত্যু কখনই মেনে নেওয়া যায় না । কানাডার এয়ারফোর্সের ‘স্নোবার্ডস’ টিমের সদস্য ছিলেন জেন । তাঁদের বিমানটি ভেঙে পড়ে ব্রিটিশ কলম্বিয়ার কামলুপসে ।