29 C
Kolkata

মাত্র ৩১ বছরে মারা গেলেন অস্ট্রিয়ান রাজকুমারী

নিজস্ব সংবাদদাতা :: মাত্র ৩১ বছরে পৃথিবী ছেড়ে চলে গেলেন অস্ট্রিয়ান রাজকুমারী প্রিন্সেস মারিয়া গ্যালিজিন । বিখ্যাত সেফ ভারতীয় বংশোদ্ভূত ঋষি রূপ সিংকে বিয়ে করেছিলেন তিনি । গত ৪ মে হিউস্টনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি । রাজা পিওত্রে গ্যালিজিন ও রাণি মারিয়া অ্যানার মেয়ে মারিয়া সিংয়ের এই অকালমৃত্যুর খবর শুক্রবার রাজপরিবারের তরফে একটি বিবৃতিতে জানানো হয় । তাঁর দেহ ফরেস্ট পার্ক ওয়েস্টথেইমারে সামাধিস্থ করা হয়েছে । মারিয়া সিং অর্থাত্‍ প্রিন্সেস মারিয়া গ্যালিজিনের সঙ্গে রূপ সিংয়ের বিয়ে হয় ২০১৭ সালে । তাঁদের একটি দু’বছরের ছেলেও রয়েছে । রাজকুমারী মারিয়া একজন সফল ইন্টেরিয়র ডিজাইনার ছিলেন । রূপ সিং বিখ্যাত সেফ । মারিয়া ১৯৮৮ সালে ইউরোপের লুক্সেমবার্গে জন্মেছিলেন । ৫ বছর বয়সে তিনি রাশিয়ায় চলে আসেন । গ্র্যাজুয়েশনের পর তিনি বেলজিয়মে গিয়ে কলেজ অব আর্ট অ্যান্ড জিজাইন-এ পড়াশোনা করেছিলেন ।

আরও পড়ুন:  Interesting facts: আপনি কি জানেন, তিমি মাছের বমি সোনার চেয়েও দামি !

Featured article

%d bloggers like this: