নিজস্ব সংবাদদাতা : ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি সতর্কতায় নিউজিল্যান্ড, নিউ ক্যালেডোনিয়া এবং ভানাতু অঞ্চল থেকে স্থানীয় মানুষদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।
এই অঞ্চলে ৮.১ ম্যাগনিটিউডের ভূমিকম্প অনুভূত হয়। একই অঞ্চলে এর আগে ৭.৪ এবং ৭.৩ ম্যাগনিটিউড ভূমিকম্প হয়েছিলো।গতকালের ভূমিকম্পের পরেই সুনামি সতর্কতা জারি করা হয়। আশঙ্কা সুনামির জেরে এই অঞ্চলের সমুদ্রের জল ১০ ফিট পর্যন্ত উঁচু হয়ে ধেয়ে আসতে পারে এমন পূর্বাভাস দেওয়া হয়েছিল ।
এর পরেই ওই অঞ্চল থেকে সাধারণ মানুষকে সরে যাবার নির্দেশ দেওয়া হয় স্থানীয় রেডিও থেকে। ন্যাশনাল এমারজেন্সি সার্ভিসের পক্ষ থেকেও সমুদ্র তীরবর্তী অঞ্চলের মানুষকে বাড়ি ছেড়ে যেতে বলা হয়।
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে ভানাতু এবং নিউ ক্যালেডোনিয়াতে সমুদ্রের ঢেউ সবথেকে উঁচু হতে পারে।তবে শেষ পর্যন্ত খবর, সমুদ্রে হালকা জলোচ্ছ্বাস দেখা গেলেও প্রবল ঢেউ আছড়ে বলেনি।
বাসিন্দাদের বাড়ি ফেরার নির্দেশ দেওয়া হলেও এখনও সমুদ্রের কাছে যেতে নিষেধ করা হয়েছে।এতোগুলো কম্পনের পর আর কোনো ঝুঁকি নিতে চায়নি নিউজিল্যান্ড সরকার।
নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের উপকূলের সব বাসিন্দাকে সরানোর নির্দেশ দেওয়া হয়। সতর্কতার সাইরেন বাজতে শুরু করে উপকূল জুড়ে।
এই ভূমিকম্পের পর প্রাথমিকভাবে টোঙ্গা অঞ্চল ছাড়াও জাপান, রাশিয়া, মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার সমুদ্র তীরবর্তী অঞ্চলে সমুদ্রের ঢেউয়ে পরিবর্তন লক্ষ্য করা গেছে।