Wednesday, June 23, 2021
HomeEDITOR PICKSসবচেয়ে বড় ডায়নোসরের হদিশ!

সবচেয়ে বড় ডায়নোসরের হদিশ!

নিজস্ব সংবাদদাতা: উচ্চতা ৯৮ ফুট! ২০০৭ সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের Eromanga Basin নামক এক জায়গায় হদিশ মেলে ডায়নোসরের জীবাশ্মের। দীর্ঘ গবেষণার পর অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা জানালেন, সেটিই ওই মহাদেশে খুঁজে পাওয়া সবচেয়ে বড় ডায়নোসরের প্রজাতি গুলোর একটি।

এই ডায়নোসরটিকে কুপার নামে ডাকা হতো। এই প্রজাতি উচ্চতায় প্রায় ২১ ফুট বা দাঁড়িয়ে সাড়ে ৬ মিটার এবং দৈর্ঘ্যে ৯৮ ফুট বা ৩০ মিটার।

৯০ মিলিয়ন থেকে ৯৬ মিলিয়ন বছর আগে এই জাতি বসবাস করতো। এই অস্ট্রেলোটিটান কুপারনেসিস মূলত উদ্ভিদ খাদক বা Plant Eater।

Most Popular