Wednesday, June 23, 2021
HomeEDITOR PICKSমন ভালো করা দৃশ্য নেদারল্যান্ডে

মন ভালো করা দৃশ্য নেদারল্যান্ডে

নিজস্ব প্রতিবেদন: প্রতিবারের মতো এবারও এপ্রিল থেকে সেজে উঠেছে নেদারল্যান্ড। সেখানকার কেউকেনহফ ফুলের বাগানে প্রতিবারই মার্চের শেষ থেকে মে মাসের মাঝ সময় অবধি ফোটে প্রায় সাত মিলিয়নের উপরে টিউলিপ। নানা রঙের পুষ্প শায়িত হয়ে আহ্বান করে দর্শকদের।

ভিডিও: রয়টার্স সংবাদ সংস্থা

সেখানে পা রাখলে মনে হবে দুনিয়াতে এতো হিংসা,রোগের পরও এমন কোনো জায়গা রয়েছে যেখানে গেলে মন শান্ত হবে। যদিও এবার কেউকেনহফ বন্ধ রয়েছে এই বছর। তাই এবার ডিজিটালিই সৌন্দর্য উপভোগ করতে হবে।

Most Popular