নিজস্ব সংবাদদাতা : চিনের সেনা আবারও ভারতীয় সীমান্ত পার করার চেষ্টা করে। লাদাখের চুমার অঞ্চলে এলএসি পার করে ভারতে ঢুকতে চাইছিল PLA, কিন্তু ভারতীয় সেনার তাড়া খেয়ে পালাতে বাধ্য হল তারা। বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ ৩১ অগাস্ট দুদেশের কমান্ডারদের মধ্যে শান্তি আলোচনা চলাকালীন ফের উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে চিন। ঠিক সময়ে সক্রিয় পদক্ষেপ নিয়ে তা প্রতিহত করেছে সেনা।’ পরপর দুদিন চিনের ওই বাড়াবাড়ির পর প্যাংগং লেক নিকটবর্তি বিতর্কিত এলাকায় আর্মর্ড রেজিমেন্ট মোতায়েন করেছে ভারত।বাস্তবিক নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার জওয়ানরা হাই অ্যালার্টে রয়েছে।বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র বলেন, এই বছরের শুরু থেকে চিন সেনার ব্যবহারের কারণে দুই দেশের মধ্যে হওয়া সীমান্ত চুক্তি আর প্রোটোকল লঙ্ঘন হচ্ছে। চিনের সেনার বারবার এই প্রয়াস দুই দেশের বিদেশ মন্ত্রী আর বিশেষ প্রতিনিধিদের মধ্যে হওয়া সমঝোতা লঙ্ঘন করছে । এই আক্রমনাত্বক মনোভাবের জন্য দুই দেশের সম্পর্ক দিনের পর দিন খারাপ হচ্ছে। ভারতের পক্ষ থেকে চিনকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, তাঁরা যেন আগে নিজেদের সেনাকে অনুশাসনের পাঠ পড়ায়। এরকম এক পরিস্থিতিতে গোটা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে ছিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সিডিএস বিপিন রাওয়াত ও সেনাপ্রধান নারাভানে। সূত্রের খবর এলএসি বরাবর নজরদারি ক্যামেরা বসিয়েছে লালফৌজ। কিন্তু সেই পদক্ষেপ বেশিক্ষণ স্থায়ী হয়নি। যেই ভারতীয় সেনা হিলটপে উঠে নজরদারি শুরু করে সঙ্গে সঙ্গে ক্যামেরা সরিয়ে নেয়। ভারত তাঁদের ফন্দি জেনে যাবে আঁট করতে পেরেই তড়িঘড়ি অবস্থান বদল করে তারা। চিনা বাহিনীর এই গতিবিধি নিয়ে আগে থেকেই সতর্ক করেছিল গোয়েন্দারা।ভারতীয় সেনাবাহিনী সূত্রের খবর, চিনের প্রতিটি পদক্ষেপ আগে থেকে অনুমান করে সেই মতো যুদ্ধ কৌশল সাজাচ্ছে ভারত। উল্লেখ্য লাদাখ সীমান্তে যুদ্ধের অস্ত্র ভান্ডার ঢেলে সাজাচ্ছে ভারত। ইতিমধ্যেই সুখোই-৩০, মিরাজ-২০০০ ফাইটার জেট, মিগ-২৯ ফাইটার জেট এবং কমব্যাট ফাইটার জেট টহল দিচ্ছে লাদাখের আকাশে।
চিনের সঙ্গে সংঘাতের আশঙ্কা, প্যাংগং-এ বহু সেনা মোতায়েন ভারতের
0
170
Previous articleচিপসের প্যাকেট কিনলেই ইন্টারনেট ফ্রি
Next articleবোল্ড, সাহসী শার্লিন চোপরার নাগিন ডান্স ভাইরাল
Most Popular
“দোসরা মেই, দিদি গাই”
নিজস্ব প্রতিবেদন: ফের বঙ্গ সফরে মোদী। বর্ধমানে জনসভায় নরেন্দ্র মোদী।•আপনার অহংকার বাংলা বরদাস্ত...
ফের হাতির তান্ডব সাঁকরাইলে
নিজস্ব সংবাদদাতা : ফের হাতির তান্ডব সাঁকরাইলের কুলটিকরি লাগোয়া গ্রামগুলোতে। সোমবার সকাল থেকে একটি দলছুট হাতি সাঁকরাইল ব্লক এলাকার জঙ্গলকুড়চি, আহিরা,...
টিকার যোগান বাড়াতে মরিয়া কেন্দ্র
নিজস্ব সংবাদদাতা : পরিমিত সংখ্যক ডোজের অভাবে দেশের বিভিন্ন রাজ্যে টিকাকরণ প্রায় বন্ধ হওয়ার মুখে। ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে বন্ধ করতে...
অতিরিক্ত ঘাম ও হার্ট অ্যাটাকের লক্ষণ
নিজস্ব প্রতিবেদন: এত গরমে শরীর ঘামবে এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তা হয়ে ওঠে অস্বাভাবিক।খুব বেশি গরমই হক বা কমের মধ্যে...
অস্ত্র কারখানার হদিস ভাটপাড়ায়
নিজস্ব সংবাদদাতা : অস্ত্র কারখানার হদিস ভাটপাড়ায়। উদ্ধার ২ টি আগ্নেয়াস্ত্র, গুলির খোল ও বানানোর সরঞ্জাম। গ্রেপ্তার ১,পলাতক ২ এর অধিক।...
কো-ভ্যাক্সিনে মৃত ৩ জন
নিজস্ব সংবাদদাতা : করোনার ভ্যাকসিন নিয়ে মানুষের কৌতূহল যেমন ছিল তার থেকে বেড়ে গেল আরো পাঁচ গুণ।কারণ সম্প্রতি...
ঢেঁড়স এর ঝাল
উপকরণ:ঢেঁড়স 300 গ্রাম।টমেটো একটি।বড় মাপের পেঁয়াজ একটি।সরষে বাটা 2 টেবিল চামচ।কাঁচা লঙ্কা।সরষের তেল।হলুদ পরিমাণমতো।স্বাদমতো নুন।
স্বরূপনগরে বাতিল মুখ্যমন্ত্রীর সভা
নিজস্ব প্রতিবেদন: নির্বাচনে লাট্টুর মতো পাক খাচ্ছেন মুখ্যমন্ত্রী। তবে এবার বিশেষ কারণে বাতিল হলো মুখ্যমন্ত্রীর বারাসাত এবং স্বরূপনগরের সভা। মনে করা হচ্ছে,...
ইন্দোনেশিয়ায় মৃত ৮
নিজস্ব প্রতিবেদন: প্রকৃতি দুর্যোগের কথা আগে থেকে ভাবনা-চিন্তা করে কেউই বলতে পারে না। তাই এই দুর্যোগের নাম দেওয়া হয়েছে প্রাকৃতিক দুর্যোগ। এটি...
রাজনৈতিক দলাদলিতে নৈহাটিতে শ্যুটআউট
নিজস্ব প্রতিবেদন: রাতের অন্ধকারে নৈহাটিতে শ্যুটআউট। শ্যুটআউটে তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি। জানা গেছে, এক বিজেপি কর্মী গুরুতরভাবে আক্রান্ত হয়ে কল্যাণীর হাসপাতালে...