নিজস্ব সংবাদদাতা : গৃহযুদ্ধে বিধ্বস্ত আফগানভূমে পরিস্থিতি আরও অশান্ত করতে তালিবানকে সরাসরি মদত দিচ্ছে কুখ্যাত পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এমনটাই অভিযোগ কাবুলের। শুধু তাই নয়, হাক্কানি নেটওয়ার্ক, আল কায়দা ও তালিবানকে একসঙ্গে এনে যৌথভাবে আফগান সরকারের বিরুদ্ধে লড়াই চালানোর প্রয়াস করছে পাক গুপ্তচর সংস্থাটি।
শনিবার আফগান বিদেশমন্ত্রক এক বিবৃতিতে আরও জানিয়েছে যে দেশের ১৯৩টি জেলা তালিবান দখল করেছে। এর মধ্যে ১৯টি জেলা পাকিস্তান, ইরান ও উজবেকিস্তান সীমান্তে। সবমিলিয়ে সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে প্রায় ২০০টি জেলা। অপ্রিলের ১৪ তারিখ থেকে এপর্যন্ত তালিবানের সঙ্গে লড়াইয়ে আফগান সেনাবাহিনীর ৪ হাজার সৈনিক প্রাণ হারিয়েছেন ।
আহত হয়েছেন আরও ৭ হাজার। জঙ্গিদের হাতে বন্দি অন্তত দেড় হাজার জওয়ান। লড়াইয়ের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। বিগত কয়েক মাসে গৃহযুদ্ধে মহিলা ও শিশু-সহ মৃত্যু হয়েছে ২ হাজার নিরীহ মানুষের। আর এই গোটা ঘটনাচক্রে জড়িত পাক সেনা ও আইএসআই।