29 C
Kolkata

বন্ধ হয়ে যাওয়া খনিমুখে হাত দিয়ে মাটি সরিয়ে উদ্ধার!

চয়নিকা চন্দ্র, কঙ্গো: আফ্রিকার কঙ্গোতে ধসে বার বার বন্ধ হয়ে যাচ্ছিল খনিমুখ, হাত দিয়ে মাটি সরিয়ে উদ্ধার করা হয় খনিমুখ। উল্লেখ্য, শনিবার ঘটনাটি ঘটেছে আফ্রিকার দেশ কঙ্গোয়। ৯ শ্রমিককে উদ্ধারের পর উল্লাসে ফেটে পড়েন খনিকর্মীরা , খনিটি দক্ষিণ কিভু প্রদেশের। সূত্রের খবর, গত কয়েক দিন ধরে সেখানে প্রবল বৃষ্টি হচ্ছে। ফলে খনিতে বরাবর আচমকাই ধস নেমে আসে। তখন খনির ভিতরে বেশ কিছু শ্রমিক কাজ করছিলেন। খনিমুখের কাছাকাছি যাঁরা কাজ করছিলেন তাঁরা বেরিয়ে আসতে সক্ষম হলেও খনির বেশ কিছুটা ভিতরে থাকা শ্রমিকরা আটকে পড়েছিলেন। সহকর্মীদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন বাকি শ্রমিকরা। বন্ধ হয়ে যাওয়া খনিমুখ হাত দিয়ে সরিয়ে একের পর এক শ্রমিককে বার করে আনলেন তাঁরা।আফ্রিকার দক্ষিণ কিভু প্রদেশের এই খনিটিতে আচমকা ধসের কারণেই ঘটে এই দুর্ঘটনা। জানা গিয়েছে, বাইরে থাকা শ্রমিকদের একজন হাত দিয়ে খনিমুখ থেকে মাটি সরানোর ফলেই বাকি শ্রমিকেরা বাইরে বেরিয়ে আসতে পেরেছেন।

আরও পড়ুন:  Interesting fact : কত দামে বিক্রি হল বিশ্বের সবচেয়ে বড় রুবি !

Featured article

%d bloggers like this: