নিজস্ব সংবাদদাতা : এই বছরে ৯৫-এ পা দেবেন রানি এলিজাবেথ। আর তার জন্য একটি কালার প্যারেড করার ইচ্ছে আছে রাজপরিবারের পক্ষ থেকে। সেই অনুষ্ঠানেই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে উপস্থিত থাকতে পারেন হ্যারি এবং মেগানও। ব্রিটেনের রাজপরিবার নিয়ে মানুষের কৌতূহল কিছু কম নয়।
রাজপরিবারের সদস্য হিসেবে তাঁদের আর কোনও দায়িত্ব থাকল না- এই মর্মে মুচলেকা দিয়ে সস্ত্রীক হ্যারি ইংল্যান্ড ছেড়ে পাড়ি দেন আমেরিকা। হ্যারি ও মেগানের এ হেন আচরণে রাজপরিবার যে যথেষ্ট ক্ষুব্ধ, সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
রানি দ্বিতীয় এলিজাবেথ ছাড়াও হ্যারির এই সিদ্ধান্তে অত্যন্ত অপমানিত হয়েছিলেন তাঁর দাদা যুবরাজ উইলিয়াম। তবে এত দিনে বোধহয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। সূত্রের খবর, আগামী জুনে এলিজাবেথের জন্মদিনে একটি পারিবারিক মহামিলন পর্ব দেখতে চলেছেন ইংল্যান্ডবাসী।
হ্যারি আর মেগানকে শেষবারের মতো গত বছর মার্চে ওয়েস্ট মিনিস্টার অ্যাবে কমনওয়েলথ সার্ভিসের মতো রাজকীয় অনুষ্ঠানে শেষবার দেখা যায়। আর তার পরেই দু’জনে ক্যালিফোর্নিয়া পাড়ি দেন। তবে ইংল্যান্ডে নতুন করে লকডাউন শুরু হওয়ায় এই অনুষ্ঠান করা আদৌ কতটা সম্ভবপর হবে, সেটা এখনই বোঝা যাচ্ছে না।
অতিমারীর কথা মাথায় রেখে এটাও বলা সম্ভব নয় যে কতটা বর্ণাঢ্য হবে এই জন্মদিন। তা ছাড়া জাঁকজমক হলেও অনুষ্ঠানের দিন রানি ও রাজপরিবার আমজনতার সামনে আসবেন কি না, সেটাও একটা বড় প্রশ্ন। তবে সব কিছু ঠিকঠাক থাকলে মহামিলনপর্ব দেখতে চলেছে ব্রিটেনবাসী।