Tuesday, July 27, 2021
Homeবিদেশ'ভারত, চিনের বায়ু খুব নোংরা' , বললেন ট্রাম্প

‘ভারত, চিনের বায়ু খুব নোংরা’ , বললেন ট্রাম্প

নিজস্ব সংবাদদাতা : ‘চিনকে দেখুন, কতটা নোংরা সেখানের বায়ু। রাশিয়াকে দেখুন, ভারতকে দেখুন.. নোংরা ওখানকার বায়ু।’ দূষণ নিয়ে ভারত ও চিনের বিরুদ্ধে জোড়া তোপ দাগলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। প্রসঙ্গত, চলতি মাসের গোড়ায় বাইডেনের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে ট্রাম্প প্রশ্ন তুলেছিলেন ভারতে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা নিয়েও। আমেরিকায় কোভিডে মৃতের সংখ্যা নিয়ে প্রতিদ্বন্দ্বীর প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ”আপনি যখন সংখ্যা নিয়ে কথা বলছেন তা হলে বলি, আপনি জানেনই না চিনে কত মানুষ মারা গিয়েছেন। আপনি জানেন না, ভারতে কত জন মারা গিয়েছেন। তারা কেউই সঠিক তথ্য দেয় না।” মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ফাইনাল ডিবেটে প্যারিস অ্যাকর্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে এদিন ট্রাম্প বলেন, ‘ আমরা প্যারিস অ্যাকর্ড থেকে বেরিয়ে এসেছি কারণ আমাকে ট্রিলিয়ন ডলার নিয়ে পদক্ষেপ নিতে হত । আর আমাদের সঙ্গে সেখানে খুব বাজে ভাবে ব্যবহার করা হচ্ছিল।’ ট্রাম্প এদিন বলেন,’ আমি কোটি কোটি চাকরি , কোম্পানিকে খুইয়ে দিতে পারি না প্যারিস অ্যাকর্ডের জন্য। ‘ এই বার্তার মাধ্যমেই তিনি ফের একবার দূষণ প্রসঙ্গে তাঁর প্রশাসনের ভূমিক স্পষ্ট করেছেন। এদিকে ট্রাম্পের এই মন্তব্য ঘিরে শুক্রবার মোদিকে নিশানা করেছে বিরোধীরা। কংগ্রেস নেতা কপিল সিব্বলের টুইট, ‘ট্রাম্প: বন্ধুত্বের ফল। ১. ভারতে কোভিডে মৃতের সংখ্যা নিয়ে প্রশ্ন ২. বলেছেন, ভারত বাতাস দূষিত করছে। ভারতের বাতাস নোংরা। ৩. ভারতকে শুল্ক বসানোর রাজা বলেছেন। ‘হাউডি মোদি’র পরিণাম’। তবে কেন হঠাত্ অবস্থান বদলালেন ট্রাম্প ? রাজনীতির বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এ বার ২০ লক্ষ অনাবাসী ভারতীয় ভোটের বড় অংশই যে ডেমোক্র্যাটরা পেতে চলেছে, তা ইতিমধ্যেই স্পষ্ট। বাইডেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে বেছে এ বিষয়ে টেক্কা দিয়েছেন ট্রাম্পকে। ফলে কট্টরপন্থী শ্বেতাঙ্গ ভোটের লক্ষ্যেই ট্রাম্পের এই অবস্থান বদল ।

Most Popular