29 C
Kolkata

বিশ্বের শীতলতম স্থানগুলোতেও লাফিয়ে বাড়ছে উষ্ণতা

নিজস্ব সংবাদদাতা :: বিশ্বের অন্যতম শীতল স্থান উত্তর বা আর্কটিক মহাসাগর। এর পাশাপাশি গ্রিনল্যান্ডের বেশ খানিকটা এলাকা। আগামী দিনে এই দুই স্থানের তাপমাত্রাই বেশ বাড়বে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।তাঁদের পর্যবেক্ষণ, সাইবেরিয়া থেকে গ্রিনল্যান্ড পর্যন্ত উত্তর মহাসাগরীয় গরম হাওয়া বা লু-এর কারণেই এই তাপমাত্রা বেশ খানিকটা বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞরা বলছেন, এই গোটা উত্তর মহাসাগরীয় অঞ্চলে রেকর্ড ভাঙা গরম পড়তে পারে। যদিও আগে এই অঞ্চলে কোনওদিন আবহাওয়ার এমন তারতম্য দেখেননি তাঁরা। এর ব্যাপক প্রভাব পড়তে চলেছে রাশিয়ার উপর। এবারে রাশিয়ায় উষ্ণতম শীতকাল উপভোগ করতে চলেছেন নাগিরকরা। ইউএস ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন অফ আমেরিকার ম্যাপে পরিষ্কার ভাবেই এই তাপমাত্রা বৃ্দ্ধি দেখা যাচ্ছে। অন্তত এই গোটা উত্তর মহাসাগরীয় অঞ্চলে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গিয়েছে। রাশিয়ার সাবেরিয়ার বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই এই তাপমাত্রার হেরফের অনুভব করা গিয়েছে। ম্যাপে দেখা যাচ্ছে, এই এলাকায় বছরের প্রথম চার মাস যে ধরনের তাপমাত্রা রয়েছে তা ১৯৮১ থেকে ২০১০ সালের মধ্যে কোনও বার দেখা যায়নি। রাশিয়ার মেটরলজিকাল ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, উত্তর বা আর্কটিক মহাসাগরীয় উপকূলবর্তী অঞ্চলের উত্তর দিকে সমুদ্রতটের তাপমাত্রা বেড়ে গিয়েছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস। করা সাগরের কাছে পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ। প্রভাব পড়েছে এই অঞ্চলেই সবচেয়ে বেশি, ফলে উষ্ণতা অনেকটাই বেড়ে গিয়েছে। পাশাপাশি, সাইবেরিয়া, গিডেন, ইয়ামাল ও তেমিরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ১৬ ডিগ্রি বেশি। বিজ্ঞানীদের মতে, বিশ্ব উষ্ণায়নের জন্যই উত্তর বা আর্কটিক মহাসাগরীয় অঞ্চলের তাপমাত্রা এমন ভাবে বদলে গিয়েছে।

আরও পড়ুন:  Interesting facts: আপনি কি জানেন, তিমি মাছের বমি সোনার চেয়েও দামি !

Featured article

%d bloggers like this: