নিজস্ব সংবাদদাতা : মায়ানমারে গৃহযুদ্ধের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। বিশেষ করে গত শনিবারের পর থেকেই। গত শনিবার একদিনে শতাধিক মানুষকে হত্যা করার পর থেকে মায়ানমার সেনার বিরুদ্ধে প্রতিবাদ আরও তীব্র আকার নিয়েছে।
মায়ানমারের প্রত্যন্ত এলাকার গেরিলা বাহিনীগুলি সেনার বিরুদ্ধে গোপন প্রতিরোধ শুরু করেছে। ২০ বা তার বেশি সশস্ত্র গেরিলা বাহিনী গর্জে উঠেছে জুন্টার আচরণের বিরুদ্ধে। তবুও যে তাতে কোনও হেলদোল নেই জুন্টার তা আবারও প্রমাণ হল।
তিনটি বিক্ষিপ্ত জায়গায় গুলি চালানোর ঘটনায় এযাবত্ ৫ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। এর মধ্যে মনিওয়াতেই মারা গিয়েছেন ৩ জন। এছাড়াও বাগো ও থাটন নামের অন্য দুই জায়গায় একজন করে আরও ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
মনিওয়ার ঘটনায় চোখের সামনে একজনকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছেন এক প্রত্যক্ষদর্শী। সংবাদ সংস্থা রয়টার্সকে মেসেজ বার্তায় তিনি জানিয়েছেন, ‘ওরা এলোপাথারি গুলি চালাতে শুরু করল। লোকেরা পিছোতে শুরু করে দিল।
তাড়াতাড়ি ব্যারিকেডের আড়ালে চলে গেল। কিন্তু তারই মধ্যে একজনের মাথায় গুলি এসে লাগল। তিনি সঙ্গে সঙ্গে সেখানেই মারা গেলেন।’ সংবাদমাধ্যমের তরফে জুন্টা ও পুলিশের কাছ থেকে এবিষয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে তারা কোনও টেলিফোনেরই উত্তর দেয়নি।