29 C
Kolkata

‘‌আমার টাকা নিন, করোনার বিরুদ্ধে লড়ুন’‌ : মালিয়া

নিজস্ব সংবাদদাতা :: কয়েকদিন আগেই বিজয় মালিয়া ট্যুইট করে লিখেছিলেন, ‘‌আমি ১০০ শতাংশ ধার শোধ করে দিতে চাই। কিন্তু ব্যাঙ্ক বা ইডি, কেউই সেই টাকা ফেরত নিতে চাইছে না।’‌ তার কোনও উত্তর দেয়নি ভারত সরকার। এবার ফের ঘুরিয়ে একই কথা বললেন বিজয় মালিয়া। ভারত সরকার ও প্রশাসনের প্রতি তাঁর বার্তা, ‘‌আপনারা আমার থেকে টাকা নিয়ে নিয়ে যান। তারপর সেই টাকা খরচ করুন করোনা মোকাবিলায়।’‌ দেশের অর্থমন্ত্রীকে এই বার্তা দিয়েছেন বিজয় মালিয়া।
এখনও বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৯ হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পালানোর অপরাধে ভারতে মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছেন মালিয়া। সেই কারণেই ইডি তাঁর সংস্থা ইউবিএইচএল সংস্থাটির সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে। ভারতের ঋণ ফেরানোর ট্রাইবুন্যাল ঘোষণা করেছে ৬২০০ কোটি টাকা ফেরাতে হবে বিজয় মালিয়াকে। এর মধ্যে ৫০০ কোটি টাকা মূল অর্থ আর ১২০০ কোটি টাকা সুদ। মালিয়া দাবি করেছেন, এর মধ্যে ৩০০০ কোটি টাকা ইতিমধ্যে ফেরানো হয়ে গিয়েছে। যদিও বিষয়টি নিয়ে কোনও ব্যাঙ্কের পক্ষ থেকে প্রতিক্রিয়া মেলেনি।
করোনা আতঙ্ক শুরু হওয়ার পর এর আগেও একবার ট্যুইট করে মালিয়া লিখেছিলেন, ‘‌আমি বারবার প্রস্তাব দিচ্ছি, কিংফিশারের থেকে প্রাপ্য সব টাকা ১০০ শতাংশ ফিরিয়ে দিতে চাই। কিন্তু না ব্যাঙ্ক টাকা নিতে চাইছে, না ইডি তাদের বক্তব্য জানাচ্ছে। আমার আশা, অর্থমন্ত্রী এই কঠিন সময়ে আমাদের কথা শুনবেন। ‘গোটা দেশকে লকডাউন করে ভারত সরকার অভাবনীয় কাজ করেছে। আমরা তা সম্মান করি। আমার সব কোম্পানির কাজও বন্ধ রেখেছি। আমরা কর্মীদের বাড়ি পাঠিয়ে দিইনি। তাঁদের মাইনে দিচ্ছি। সরকার আমাদের সাহায্য করুক।’‌

আরও পড়ুন:  Interesting facts: আপনি কি জানেন, পিঁপড়ের দুধ কতটা পুষ্টিকর ?

Featured article

%d bloggers like this: