নিজস্ব সংবাদদাতা :: করোনা সংক্রমণের আবহে আমেরিকা-চিন দ্বন্দ্ব অব্যাহত। একে অন্যকে দোষারোপের পালা থামছেই না। একবার আমেরিকার তরফে কোনও অভিযোগ করা হয়, তো পাল্টা জবাব দেয় চিন। এবার ফের আমেরিকার তরফে চিনের বিরুদ্ধে অভিযোগ করা হল। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অভিযোগ করলেন, গত ২০ বছরে ৫টি মহামারী ছড়িয়েছে দিন। এবার তা বন্ধ হওয়ার সময় এসেছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন বলেন, ‘চিন থেকে এভাবে একের পর এক মহামারী ছড়িয়ে পড়া এবার বন্ধ করতে হবে। আমরা জানি করোনাভাইরাস উহান থেকে ছড়িয়েছে। সেটা যে কোনও ল্যাব কিংবা কাঁচা মাংসের বাজার থেকে ছড়িয়েছে, তার একাধিক প্রমাণ রয়েছে। কিন্তু চিন কোনও দিন তা স্বীকার করবে না।’ রবার্ট আরও বলেন, ‘গত ২০ বছরে চিন থেকে ৫টি মহামারী ছড়িয়েছে। সার্স, এভিয়ান ফ্লু, সোয়াইন ফ্লু থেকে শুরু করে এখন কোভিড ১৯। আমি জানি না আরও কতদিন এভাবে একটা দেশের জন্য গোটা বিশ্বকে সমস্যায় পড়তে হবে। গোটা পৃথিবীকে কষ্ট সহ্য করতে হবে। কিন্তু একটা সময় তো এসব থামাতে হবে। এবার সেই সময় হয়েছে। আমরা চিনে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাঠাতে চেয়েছিলাম। কিন্তু চিন সেই সাহায্য নেয়নি।’কোভিড ১৯ কী ভাবে ছড়িয়েছে সেই ব্যাপারে এখনও তদন্ত করে চলেছে আমেরিকা, এমনটাই জানিয়েছেন রবার্ট ও’ব্রায়েন। তিনি বলেন, ‘আমরা ক্রমাগত এই ব্যাপারে তদন্ত করে চলেছি। এটা খুবই গম্ভীর বিষয়। তবে কবে খোঁজ মিলবে সে ব্যাপারে এখনই কিছু বলতে পারছি না। তবে চিন থেকে এরকম আর একটা মহামারী আমরা আসতে দিতে পারি না। কারণ এই ভাইরাসের প্রভাব তো শুধু আমেরিকায় হয়নি, গোটা দুনিয়ায় হয়েছে।’ এই পরিস্থিতি মোকাবিলায় গোটা বিশ্বের চিনকে সাহায্য করা উচিত বলেও জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।