নিজস্ব সংবাদদাতা : কয়েকদিন থেকেই খবরের শিরোনামে মহাকাশ। সে মঙ্গলে নাসার অভিযান হোক অ্যালম মাস্কের মঙ্গল অভিযান সব মিলিয়ে মহাকাশ নিয়ে সাড়া রয়েছে উত্সাহীদের মধ্যে। এরই মাঝে অ্যান্টি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র বানানোর খবরে শিরোনামে উঠে এল ব্রিটেন।
‘দ্য সান’-এর রিপোর্ট বলছে, রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন ফাইটার জেটকে মহাকাশ সেনার কাজে লাগাতে পারে ব্রিটেন । ওই সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, এই মহাকাশ সেনাদের অর্থাত্ ফাইটার পাইলটদের চিন ও রাশিয়ার সামরিক তথ্য, গোয়েন্দা তথ্য ও কমিউনিকেশন স্যাটেলাইটগুলিকে টার্গেট করার প্রশিক্ষণ দেওয়া হবে।
এর আগে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছিলেন, ব্রিটেন যদি মহাকাশ সুরক্ষার ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে তা চূড়ান্ত অবহেলার সামিল হবে।
টাইফুন ফাইটার জেটের মাধ্যমে পাইলটেরা ৬০ হাজার ফুট উচ্চতায় অ্যান্টি স্যাটেলাইট মিসাইল ফায়ার করতে পারে। রাশিয়া ও চিন ইতিমধ্যে জিএসপি এবং টেলিযোগাযোগ স্যাটেলাইটে হামলা করতে পারে এমন অ্যান্টি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলেছে। এবার সেই দিকে এগোল ব্রিটেনও।
আপাতত এই স্পেস কমান্ড নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্ত থাকছে। সমমনোভাবাপন্ন দেশগুলির সঙ্গে একত্রে কাজ করা ও মহাকাশে ব্রিটেনের স্বার্থ রক্ষা ইত্যাদি কাজ করা হবে।