31 C
Kolkata

আফগানিস্তানের উন্নতি করলেই মিলবে সাহায্য

নিজস্ব সংবাদদাতা : আগামী কয়েক দিনের মধ্যেই আফগানিস্তানে সরকার গড়ার কথা ঘোষণা করেছে তালিবান। সেই সরকারকে স্বীকৃতি দিতে রাজি নয় ব্রিটেন সহ বিশ্বের নানা দেশ। যদিও স্বীকৃতি মেলার পথ খুঁজছে তালিবানরা। এই পরিস্থিতে যাতে বিশ্বের অন্য সব রাষ্ট্রের বিরূপ ধারণা তাদের ঘিরে তৈরি না হয় উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরতে মরিয়া তালিবানরা।

আমেরিকা সহ নানান দেশের প্রতিনিধিদের সেদেশেই থেকে যাওয়ার জন্য আর্জি জানিয়েছে তালিবানরা। বিষয়টি উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। জো বাইডেনের কথায়, ‘তালিবানরা প্রতিশ্রুতিপূরণ করছে কিনা তা দেখতে হবে। এখনও পর্যন্ত মার্কিন বাহিনীর উপর তারা কোনও হামলা করেনি। যেসব মার্কিন আফগানিস্থান ছাড়ছেন তাদেরও নিরাপদেই ফিরতে দেওয়া হয়েছে।

তবে শেষ পর্যন্ত দেখতে হবে যে তালিবদের দাবি সত্যি কিনা।’ ওয়াশিংটনে আফগানিস্তান প্রসঙ্গে সাংবাদিকদের বাইডেন বলেন, ‘তালিবরা কী আফগানদের আস্থা জয় করে সেদেশের উন্নতিতে সচেষ্ট হবে? এই মৌলিক সিদ্ধান্ত তাদের নিতেই হবে। গত শত বছরে এমন নজির নেই।

আরও পড়ুন:  Health tips: আজ বিশ্ব তামাকমুক্ত দিবস! আজকের দিনে তামাকের ক্ষতিরধে কি করবেন!

যদি তালিবানদের পক্ষে এটা সম্ভব হয় তবে আমেরিকা সেদেশের পুনর্গঠনে আর্থিক, বাণিজ্যিক সহ সবধরণের বাড়তি সহায়তায় রাজি।’ তাহলে কী তালিবদের বিশ্বাস করতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট? জবাবে জো বাইডেন বলেছেন, ‘আমি কাউকে বিশ্বাস করি না। আম্ বিশ্বাস করি এমন মানুষের সংখ্যা নেহাতই কম।’

Featured article

%d bloggers like this: