27 C
Kolkata

Al-Qaeda: নিহত লাদেন ঘনিষ্ঠ আল-কায়দা প্রধান

কাবুল: শনিবার কাবুলে হামলা চালিয়ে বড় জয় আমেরিকান সেনার। নিহত বিশ্বের মোস্ট ওয়ান্টেড জঙ্গি ওরফে আল-কায়দা জঙ্গিগোষ্ঠী প্রধান আল-জাওয়াহিরি। ভোর রবিবার ভোর ৬টা ১৮ মিনিটে মানবহীন বিমান হানায় তার মৃত্যু হয়েছে। জাওয়াহিরি ৯/১১ হামলার অন্যতম চক্রী। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ট্যুইটে লিখেছেন, ‘কত দেরিতে এই কাজ হয়েছে তাতে কিছু যায় আসে না। যারা আমাদের ক্ষতি করতে চাইবে, আমরা যেখান থেকে হোক খুঁজে বের করব। জনগণের সুরক্ষার দায়িত্ব আমাদের। ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আল-কায়দা জঙ্গি গোষ্ঠীর জন্য বড় ধাক্কা বলে মনে করছে আন্তর্জাতিক মহল। পেশায় শল্য চিকিৎসক ছিলেন আল-জাওয়াহিরি। এরপরই জঙ্গি গোষ্ঠীতে যোগদান করে। আমেরিকার জঙ্গি হামলায় লাদেনের সঙ্গে তার যোগ ছিল। ওসামার মৃত্যুর পদ আল-কায়দার দায়িত্ব নেয় জাওয়াহিরি। এরপরই জাওয়াহিরির মাথার দাম ধরা হয় ২.৫ কোটি ডলার। নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াশিংটনের এক আধিকারিক জানিয়েছেন, জওয়াহিরির সঙ্গে আল কায়দার যে নেটওয়ার্কের সরাসরি যোগাযোগ ছিল তাদের উপর বছর খানেক আগে থেকেই নজরদারি শুরু হয়। ফলে জওয়াহিরির অবস্থানও জানা যায়।

আরও পড়ুন:  Chat GPT: এবার চ্যাটজিপিটি ব্যবহার নিষিদ্ধ করল অ্যাপল ব্র্যান্ড

Featured article

%d bloggers like this: