নিজস্ব সংবাদদাতাঃ ২০১৯ এর শেষের দিকে সূচনা। নভেম্বর মাসে চিনের উহানে সংক্রমণ ছড়িয়েছিল। সেখান থেকে ধীরে ধীরে গোটা বিশ্বে মারণ রোগ ছড়িয়ে পড়েছে। মৃত্যু হয়েছে কোটি কোটি মানুষের। সংক্রমণ এখন কিছুটা হলেও নিয়ন্ত্রণে। কিন্তু চিনে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ।

যাতে সংক্রমণ নাগালের বাইরে না যায় সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন। সংক্রমণে লাগাম রাখতে বহু এলাকায় লকডাউন শুরু হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। উত্তর উত্তর পশ্চিম চিনে করোনার প্রকোপ। চিন প্রশাসনের দাবি, বাইরে থেকে পর্যটকরা আসেন চিনে।

সেখান থেকেই সংক্রমণ ছড়াচ্ছে বেশি পরিমাণে। এই বিষয়টি কড়া নজরদারির মধ্যে রেখেছে প্রশাসন। সংক্রমণ প্রতিরোধ করতে বিনোদন পার্ক ও পর্যটনপার্কগুলোকে বন্ধ রাখা হচ্ছে। প্রথম থেকেই চিনের উহানের পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়েছে। নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে।

কড়া কোভিডবিধি মেনে চিনের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে চিন। প্রথম থেকেই সরকার সাবধানী থেকেছে। বিভিন্ন দেশের সীমান্ত রেখা এখন বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে গত পাঁচ দিন ধরে লাগাতার বেড়ে চলেছে সংক্রমণ। পর্যটকদের সংস্পর্শে আসা সকল পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। চিনে নতুন করে করোনার রক্তচক্ষু চিন্তা বাড়াচ্ছে।