নিজস্ব সংবাদদাতা : করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে আছড়ে পড়েছিল, তাতে কড়া পদক্ষেপ নিয়েছিল ওড়িশা সরকার। দেশের চার ধামের এক ধাম, পুরীর জগন্নাথ মন্দির বন্ধ করে দিয়েছিল ওড়িশা সরকার। তবে করোনার দাপট একটু কমায় তিনমাস পর ১২ আগস্ট প্রথম মন্দির খোলা হয়। তবে শুধুমাত্র সেবক ও তাঁদের পরিবারের জন্যই খোলা হয়েছিল ১২ থেকে ১৬ আগস্ট পর্যন্ত। দ্বিতীয় দফায় পুরীর বাসিন্দাদের জন্য মন্দির খোলা হয়েছিল ১৬ থেকে ২০ আগস্ট পর্যন্ত।
এরপর ২৩ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল মন্দিরের দরজা। ২৩ আগস্ট থেকে কোভিড বিধি মেনে দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে ওড়িশা সরকারের তরফে। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি শনি ও রবিবার বন্ধ থাকবে তীর্থস্থান। সপ্তাহের ৫ দিন সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে মন্দিরের দরজা।
মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, ‘কোভিড বিধি মেনেই পুণ্যার্থীদের জন্য চলবে দর্শন। মন্দিরে ঢুকতে গেলে লাগবে টিকাকরণ সার্টিফিকেট বা আরটিপিসিআর টেস্টের রিপোর্ট। সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ডও।’