নিজস্ব সংবাদদাতা : ফের উর্ধ্বমুখী শেয়ার বাজার। দালাল স্ট্রিটে বম্বে স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হতেই ২৫০ পয়েন্ট উঠে যায় সেনসেক্স। এইচডিএফসি ব্যাঙ্ক, মারুতি, ওএনজিসি এবং এক্সিস ব্যাঙ্কের শেয়ারের দাম এদিন তড়তড়িয়ে বাড়তে থাকে ওপেনিং বেলের পরই।
এদিন সর্বকালীন রেকর্ড গড়ে ৪৪,৩৫৮.৭১ পয়েন্ট ছুঁয়ে ফেলেছিল সেনসেক্স। ৭৬.৬৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ইতিহাসে প্রথম বারের জন্য ১৩ হাজারের গণ্ডি পার করে নিফটি। এর আগে গতকাল নিফটি পৌঁছে গিয়েছিল ১২,৯৬৯। তবে ব্যাংক ও আর্থিক সংস্থান শেয়ারের অবস্থা খারাপ হওয়ায় সূচক আবার কিছুটা নেমে আসে।
গতকাল বাজার বন্ধের সময় সেনসেক্স ৪৪,০৭৭ পয়েন্টে এবং নিফটি ৬৭ পয়েন্ট উঠে অবস্থান করে ১২,৯২৬ পয়েন্টে। মিডক্যাপ এবং স্মল ক্যাপ শেয়ারের অবস্থা এদিনও বেশ ভালো। এছাড়া মারুতি, ওএনজিসি, এল অ্যান্ড টি, টাইটান, আইসিআইসিআই ব্যাঙ্ক, পাওয়ার গ্রিডের শেয়ার সব থেকে বেশি লাভের মুখ দেখেছে এদিন শুরুর এক ঘণ্টায়। এদিকে বাজাজ অটো, নেসলে ইন্ডিয়া, ইনফোসিস, হিন্দুস্তান ইউনিলিভার লোকসানের সম্মুখীন হয়।