31 C
Kolkata

কৃষকদের আন্দোলনে এবার যোগ দিলেন ‘দ্য গ্রেট খালি’

নিজস্ব সংবাদদাতা : কৃষি আইন বাতিল না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়েছেন টিকরি সীমান্তে আন্দোলনরত কৃষকরা।দেশজুড়ে বেড়ে চলা কৃষকদের আন্দোলনে এবার যোগ দিলেন ‘দ্য গ্রেট খালি’। রাজধানী দিল্লির অদূরে টিকরি সীমান্তে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার বার্তা দিলেন বিখ্যাত রেসলার ।

কৃষকদের সঙ্গে গলা মিলিয়ে খালি স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় সরকার যতক্ষণ না দাবি মানছে ততক্ষণ কেউ আন্দোলনের রাস্তা থেকে সরবে না। ওয়াকিবহল মহলের মতে, দ্য গ্রেট খালি যেভাবে এদিন কৃষকদের সমর্থনে এগিয়ে এলেন তাতে কৃষকদের মনোবল বাড়তে বাধ্য।

কৃষক আন্দোলনের তীব্রতা যত বৃদ্ধি পাবে ততই বিপাকে পড়তে পারে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার।এদিন খালি কড়া ভাষায় বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানান টিকরি সীমান্তের কৃষক বিক্ষোভের মঞ্চ থেকে। কৃষক বিক্ষোভ প্রসঙ্গে তিনি জানান, দেশের অন্নদাতাদের দাবিকে মান্যতা দিতেই হবে কেন্দ্রীয় সরকারকে।

আরও পড়ুন:  Horoscope June: ৭ জুন থেকে খারাপ সময় শুরু ৫ রাশির, জানুন বিস্তারিত

এই নিয়ে আওয়াজ তোলেন তিনি। কেন্দ্রের প্রস্তাবিত নয়া আইনের জন্য সংকটের মুখে গোটা কৃষি ব্যবস্থা। কৃষি ব্যবস্থায় সমস্যা আসার ফলে সাধারণ মানুষের জীবনেও দেখা দিচ্ছে নানা সমস্যা।

দেশ জুড়ে মূল্যবৃদ্ধি হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।কৃষকদের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযুক্ত তুলে দ্য গ্রেট খালির গলায় ছিল প্রতিবাদের সুর।

Featured article

%d bloggers like this: