Saturday, December 5, 2020
Home দেশ হাথরাস কাণ্ডে তদন্ত শুরু করে দিলো সিবিআই

হাথরাস কাণ্ডে তদন্ত শুরু করে দিলো সিবিআই

নিজস্ব সংবাদদাতা : হাথরাস নির্যাতনের ঘটনার প্রায় এক মাস পরে ঘটনাস্থলে গেলেন সিবিআই আধিকারিকরা। প্রয়োজনীয় নমুনা তারা সংগ্রহ করেন । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে ক্রাইম সিন অর্থাত্ যে জায়গায় ঘটনাটি ঘটেছিল সেখানে ছিলেন নির্যাতিতার মা। নির্যাতিতার মা জানিয়েছিলেন তিনি প্রথম বাজরার ক্ষেতে তাঁর মেয়েকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেছিলেন। সিবিআই আইধিকারিকরাও ঘটনাস্থল খতিয়ে দেখেন। এরপর পরিদর্শনে গিয়েছিলেন, যেখানে নিহতের অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়েছিল। এরপর নির্যাতিতার বড়িতেও যান ওই তদন্তকারীরা। সিবিআইয়ের এই তদন্ত নিয়ে নির্যাতিতার পরিবারের সদস্যরা বলেন, ‘তদন্তকারীরা তদন্ত শুরু করেছে। আমাদের সঙ্গে কথাও বলেছে। কিন্তু এখনই কিছু বলা সম্ভব নয়।’ তবে পরিবারের সদস্যরা সমগ্র বিষয়টি নিয়ে যথেষ্টই সন্তুষ্ট, তা প্রকাশ্যেই জানিয়েছেন। সিবিআই কর্মকর্তাদের সঙ্গে ছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞ আর পুলিশ কর্মীরাও। এই দলটির নেতৃত্ব দিচ্ছেন ডেপুটি পুলিশ সুপার সীমা পাহুজা, যিনি সিমলা ধর্ষণ আর হত্যা মামলারও তদন্ত করেছিলেন। ইতিমধ্যেই হাথরসকাণ্ডে সিবিআই এফআইআর দায়ের করেছে। তাতে গণধর্ষণ হত্যা আর খুনের ধারা দেওয়া হয়েছে। এদিন থেকেই হাথরসকাণ্ডে হত্যা আর গণধর্ষণের তদন্ত শুরু করে দিলো সিবিআই। এর পাশাপাশি হাথরস কাণ্ডে পুলিশের পদক্ষেপ বিচার করে দেখছে উত্তরপ্রদেশ হাইকোর্টের লখনউ বেঞ্চ। নির্যাতিতার মৃত্যুর পর রাত আড়াইটার সময় দেহ পুড়িয়ে দেয় উত্তরপ্রদেশ পুলিশ। পরিবারকে আটকে রাখে বাড়িতে। পুলিশ দাবি করে, পরের দিন সকালে দাহ করলে আইনশৃঙ্খলার অবনতি হত। নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়ছেন সীমা কুশওয়াহা। তিনি সংবাদ মাধ্যমকে জানালেন, এলাহাবাদ হাইকোর্ট রীতিমতো তোপ দেগছে পুলিশকে। ‘জেলা ম্যাজিস্ট্রেটকে আদালত জিজ্ঞেস করেছে, ‘নির্যাতিতা যদি ধনী পরিবারের মেয়ে হতেন, কী করতেন? এভাবেই দাহ করতে পারতেন?’ অন্য পুলিশ কর্মীদের সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট প্রবীণ কুমারকেও সমন পাঠিয়েছিল আদালত।

Facebook Comments

Most Popular

‘উমফানে দুর্নীতি খতিয়ে দেখবে ক্যাগই’, নির্দেশ বহাল প্রধান বিচারপতির

নিজস্ব সংবাদদাতা : উমফানের ত্রাণ নিয়ে দুর্নীতি হয়েছে কি না তা তদন্ত করবে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তথা ক্যাগ। সেই নির্দেশের...

৪ জানুয়ারি থেকে রাজ্যে স্কুল খুলতে চায় ICSE বোর্ড

নিজস্ব সংবাদদাতা : ইংরেজি নতুন বছরের শুরুতেই রাজ্যে স্কুল খুলতে চায় ICSE বোর্ড। যদিও রাজ্যের শিক্ষা দফতর এ বিষয়ে এখনও কোনও...

একটি অ্যাপের মাধ্যমে ট্রেন সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান

নিজস্ব সংবাদদাতা : ট্রেনের টাইম টেবিল অথবা ট্রেনের যাত্রাপথ ও বর্তমান স্থিতি সম্পর্কে জানা যেত বিভিন্ন বেসরকারি অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে।...

‘কয়েক সপ্তাহের মধ্যেই দেশে করোনা ভ্যাকসিন’, সর্বদল বৈঠকে বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা : দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সর্বদলীয় বৈঠক বসেছিল। ভার্চুয়াল মাধ্যমে বৈঠক হয়। কোভিড-১৯ পরিস্থিতির পাশাপাশি,...
Facebook Comments