নিজস্ব সংবাদদাতা : জম্মু ও কাশ্মীরের বহু এলাকাতেই তুষারপাতের জেরে বিপর্যস্ত জনজীবন। লাগাতার বরফ পড়ছে কয়েক দিন ধরে। বন্ধ হয়ে গেছে একাধিক রাস্তাঘাট। এমনই পরিস্থিতিতে আতান্তরে পড়েন মহম্মদ মীর। কারণ উত্তর কাশ্মীরের কূপওয়ারা জেলার বাসিন্দা মীরের মেয়ে কাতরাচ্ছেন প্রসব বেদনায়।
হাসপাতাল পর্যন্ত যাওয়া দূরের কথা, ঘর থেকে বেরোনোই অসম্ভব! তবে কথায় নাকি বলে, ভারতীয় সেনার কাছে কিছুই অসম্ভব নয়। মীরের বাড়িতে পৌঁছে, তাঁর মেয়েকে স্ট্রেচারে তুলে, বরফে ডুবে থাকা রাস্তাতেই প্রায় এক কিলোমিটার দূরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে পৌঁছে দিলেন সেনা কর্মীরা।
সময়মতো হাসপাতালে পৌঁছানোর জন্য সুস্থ শিশুর জন্ম দিয়েছেন ওই মহিলা। তিনি ও তাঁর সদ্যোজাত সন্তান দু’জনেই ভাল আছে। স্বাভাবিক ভাবেই মহম্মদ মীর ও তাঁর পরিবারের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই ভারতীয় সেনাবাহিনীর কাছে।বুধবার মেয়ে যখন ছটফট করছে ব্যথায়, অসহায় হয়ে সেনাকে ফোন করে পরিস্থিতির কথা জানান মীর।
খবর পেয়েই এলাকায় টহলরত জওয়ানরা দ্রুত পৌঁছে যান তাঁর বাড়িতে। একটুও দেরি না করে, তাঁরা নিজেরাই সকলে মিলে স্ট্রেচারে তুলে পিঠে বয়ে নিয়ে যান মহিলাকে। একটি গাড়ির ব্যবস্থা করে মহিলাকে তাতে তোলেন প্রথমে। কিন্তু গাড়িটিও কিছুদূর এগিয়ে বরফে আটকে যায়।
সেখান থেকে স্বাস্থ্য কেন্দ্র আরও এক কিলোমিটার দূর। বরফ ভেঙে তাঁকে পৌঁছে দেন সেনারাই। এমনটা অবশ্য এই প্রথম নয়, প্রতি বছরই হয়। আর প্রতিবছরই নানা প্রতিকূল পরিস্থিতিতে বহু অসুস্থ মানুষকে সাহায্য করেছেন সেনা জওয়ানরা।