নিজস্ব সংবাদদাতা : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৮৭ দিনের মাথায় গ্রেফতার করা হল অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। মঙ্গলবার ঘণ্টা খানেক জেরার পর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো গ্রেপ্তার করে তাকে। গ্রেপ্তারের পরই মেডিক্যাল টেস্টের জন্য মুম্বইয়ের সিয়ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় রিয়াকে। গ্রেফতার হওয়ার পরই রিয়া জানিয়েছেন, সুশান্তকে ভালোবাসার মূল্য দিলাম গ্রেফতার হয়ে। সেই সঙ্গে এই ঘটনায় তার পরিবারও বিপর্যস্ত হয়ে আছে বলে খবর। কারন ছেলের পাশাপাশি এবার মেয়েও গ্রেফতার হয়েছে। ভারতীয় সংবিধানের ২৭এ, ২১, ২২ ২৯ এবং ২৮- একাধিক ধারায় অভিযুক্ত গন্য হওয়ায় গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। সুশান্ত মামলায় তাকে আগামী ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজত দেওয়া হয়েছে। এনসিবির দপ্তরে জেরার মুখে রিয়া এবং তার ভাই সৌভিক বলিউডের মোট ২৫ জনের নাম প্রকাশ্যে এনেছেন বলে শোনা যাচ্ছে । যাদের মধ্যে বলিউড ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন নামী-দামি তারকারাও রয়েছেন। মাদক-যোগ তদন্তে বলিউডের ওই তারকাদের আগামী ১০ দিনের মধ্যে ডেকে পাঠাতে পারে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এমনকী, বেশ কিছু বলিউড পার্টির নামও উল্লেখ করেছেন তাঁরা, যেখানে মাদক লেনদেন হত। রিয়ার গ্রেফতারের খবরে সুশান্ত সিং রাজপুতের দিদি টুইট করে বলেছেন, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। অন্যদিকে, প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে জানিয়েছেন, কৃতকর্মের ফল ভুগতেই হয়।জানা গিয়েছে, রিয়ার জন্যে বিশেষ একটি জেল এর ব্যবস্থা করা হয়েছে এনসিবি দপ্তরেই। এর পাশাপাশি সুশান্তের মৃত্যুর কারণ খুঁজে বের করার দাবিতে সরব কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এবার মাদক নেওয়ার অভিযোগে তদন্ত হবে বলে জানালেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। অভিনেতা শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমন কঙ্গনার বিরুদ্ধে তাঁকে মাদক খেতে বাধ্য করার যে অভিযোগ তুলেছেন, তার ভিত্তিতেই মুম্বই পুলিশের মাদক দমন সেল তদন্ত করবে, প্রথমেই অধ্যয়নকে জেরার জন্য তলব করা হবে বলে জানিয়েছেন দেশমুখ।
রিয়াকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ
