নিজস্ব সংবাদদাতা : ট্র্যাক্টর র্যালি চলাকালীন মৃত কৃষক নভরিত সিংয়ের পরিবারের সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা গান্ধি। নভরীতের পরিবারকে প্রিয়ঙ্কা বলেন, ‘নভরীতের বয়স ছিল ২৫। আমার ছেলের বয়স ২০। আমি আপনাদের বলতে চাই আপনারা একা নন।
আমরা সবাই এবং এই দেশ আপনাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে।’ এদিন প্রিয়ঙ্কার সঙ্গে ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অজয় কুমার লাল্লু। উত্তরপ্রদেশের ডিবডিবা গ্রামে নভরিতের স্মরণসভায় অংশ নেন তাঁরা।
তারপরে সংবাদমাধ্যমের সামনে মৃত কৃষকের ঠাকুরদা হরদীপ সিং বলেন, ‘ইংল্যান্ডের ফরেন্সিক বিশেষজ্ঞরা বলেছেন ওকে দু’বার গুলি করা হয়েছিল। ওকে গুলি করার পরে ট্র্যাক্টর উল্টে যায়। প্রিয়ঙ্কাজি জানিয়েছেন, উনি আমাদের অভিযোগ সবার সামনে তুলবেন।’
ট্র্যাক্টর র্যালি চলাকালীন একটি ট্র্যাক্টর উল্টে তার তলায় চাপা পড়ে মৃত্যু হয় নভরিতের । দিল্লি পুলিশ এই কথা বললেও তাঁর পরিবারের অভিযোগ, তাকে প্রথমে গুলি করা হয়েছিল। অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
অবশ্য প্রিয়ঙ্কার এই সাক্ষাৎকে উত্তরপ্রদেশের মন্ত্রী মহসিন রাজা নাটক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘প্রিয়ঙ্কা ও রাহুল গান্ধি যে নাটক করছেন তাতে কোনও লাভ হবে না।