নিজস্ব সংবাদদাতা : বিহারে গত বছর কোভিড বিধি মেনে ভোট হয়েছিল। গণনার সময় অন্যান্যবারের চেয়ে অনেক সময় বেশি লেগেছিল । কোভিড-১৯-এর প্রকোপ এখনও চলতে থাকায় এবারও কোভিড বিধি মেনেই ভোটদান হওয়ার কথা।আর কয়েক মাস পরই পশ্চিমবঙ্গ, কেরল, তামিল নাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা ভোট।
তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লার সঙ্গে বৈঠকে বসল নির্বাচন কমিশন। এই তিনটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের সময় কীভাবে সিআরপিএফ মোতায়েন করা হবে, নিরাপত্তা ব্যবস্থা, কোভিড বিধি মেনে ভোটদান প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে যেহেতু বিধানসভা কেন্দ্র বেশি সেহেতু এই দুটি রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা এবং কোভিড বিধির উপর জোর দেওয়া হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বুধবার রাজ্যের বিভিন্ন জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন।
মঙ্গলবার কলকাতায় পৌঁছান তিনি। সূত্রের খবর, একাধিক বৈঠকের সম্ভাবনা রয়েছে তাঁর। যদিও সেই বৈঠক কোথায় হবে না হবে তা নিয়ে এখনও পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়নি কলকাতার আধিকারিকদের। সূত্রের খবর এবার বেশ কয়েকটি জেলায় যেতে চলেছেন ডেপুটি ইলেকশন কমিশনার।
উল্লেখ্য, করোনা আবহে পশ্চিমবঙ্গে ২০২১ সালে বিধানসভা ভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে গত ২১ ডিসেম্বর কলকাতায় দিনভর বৈঠক করেন সুদীপবাবু। বিজেপির ভারতী ঘোষ, শিশির বাজোরিয়া, সব্যসাচী দত্ত, সিপিএমের শমীক লাহিড়ী, সিপিআইয়ের প্রবীর দেব, অশোক রায় প্রমুখ আগামী ভোটে আইনশৃঙ্খলা ও নিরাপত্তার প্রশ্ন রাখেন সুদীপবাবুর কাছে। সেই সময়ে উপনির্বাচন কমিশনার জানান, “পশ্চিমবঙ্গের প্রতিটি বুথই ‘গুরুত্বপূর্ণ’। সেই ‘গুরুত্ব বুঝে’ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে রাজ্যকে।