নিজস্ব সংবাদদাতা : সোমবার, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে পূর্ব নির্ধারিত সময় মতই ভোর সাড়ে ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর কথায়, ‘যোগাভ্যাস নেতিবাচকতা থেকে ইতিবাচক, ক্লান্তি থেকে শক্তির পথপ্রদর্শনকারী।’
গেরুয়া কুর্তা পাজামায় দেশবাসীর উদ্দেশে তিনি বলেছেন, ‘যখন কোভিড আছড়ে পড়েছিল, তখন কোনও দেশই প্রস্তুত ছিল না। এই সময় যোগাভ্যাস মানুষের ভিতর থেকে শক্তির জোগানদাতা হয়ে উঠেছে। যোগ নিজস্ব নিয়মানুবর্তিতা, এবং মানুষ যে এই ভাইরাসের মোকাবিলায় সক্ষম সেই শক্তির জোগান দেয়। প্রথম সারির করোনা যোদ্ধারা আমাকে বলেছেন, যোগাভ্যাস তাঁদের এই শক্তি দিয়েছে।’
কোভিড মোকাবিলায় যোগকে ‘অস্ত্র’ বলার পাশাপাশি ভারতীয় সংস্কৃতির সঙ্গে যোগের সম্পর্কের কথাটিও এ দিন মনে করিয়েছেন মোদি । অতিমারির সময়ে যোগ নিয়ে মানুষের উত্সাহ বেড়েছে বলেও দাবি করেছেন তিনি। বলেছেন, ‘বিশ্বের অধিকাংশ দেশেই যোগ দিবস আদি পরম্পরা নয়। অনেকে এটাকে অবহেলা করেছেন, ভুলে গিয়েছেন। কিন্তু এই কঠিন সময়ে যোগ নিয়ে মানুষের উত্সাহ এবং ভালবাসা বেড়েছে।”
যোগের শ্বাসজনিত ব্যায়াম মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করেছে বলে সোমবার দাবি করেছেন প্রধানমন্ত্রী।সলতে পাকানো শুরু হয়েছিল মোদি ক্ষমতায় আসার পরই। প্রধানমন্ত্রী হিসাবে তাঁর প্রথম রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনের বক্তৃতাতেই আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তাব দিয়েছিলেন মোদি। সে সময় তাঁর আনা প্রস্তাবে সমর্থন করেছিল ১৭৭টি দেশ। সেই থেকে ২১ জুন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।