31 C
Kolkata

Petrol Diesel: দেশে বন্ধ হচ্ছে পেট্রোল-ডিজেল! চাঞ্চল্যকর দাবি

নয়াদিল্লি: বৃহস্পতিবার পাঞ্জাবরাও বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগদান করেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। অনুষ্ঠান ছাপিয়েও শোরগোল ফেলার মতো কথা বলে ফেললেন নীতিন। পেট্রোল-ডিজেল বন্ধ হলে চলবে কীকরে? কেন বললেন নীতিন এমন? তাঁর কথায়, ‘বর্তমানে ইথানল প্রস্তুত করা শুরু করেছে দেশ। শুধু তাই নয়, সবুজ হাইড্রোজেন উৎপন্নও করা হয়েছে। যার দাম প্রতি কেজিতে মাত্র ৭০টাকা। আগামীদিনে একে সুষ্ঠুভাবে করা গেলে পেট্রোল-ডিজেল নিষিদ্ধ হয়ে যাবে। ইথানল প্রস্তুত করে দেশের প্রায় ২০ হাজার কোটি টাকা বেঁচেছে। আগামী দিনে গাড়ি চালানোর ক্ষেত্রেও এর ব্যবহার নিয়ে ভাবা হবে।

Featured article

%d bloggers like this: