29 C
Kolkata

অর্ডার করেছিলেন মাউথওয়াশ পেলেন রেডমি নোট ১০: অ্যামাজন

মুম্বাইয়ে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। এক ব্যক্তি কোলগেট মাউথওয়াশের পাঁচটি রিফিল অর্ডার দিয়েছিলেন অ্যামাজনে। এবং সেখান থেকে এসেছে একটি রেডমি নোট ১০ র বাক্স।

অনলাইনে জিনিসপত্র কেনার সময় অদল বদল হওয়ার ঘটনা কমবেশি সকলের সাথেই ঘটেছে। হয় কখনো বাজে জিনিস এসেছে। নয় কখনো খুব ভালো জিনিস এসেছে। এবারে ঘটনাটি ঠিক দ্বিতীয় নম্বরের মতনই। অর্ডার দেওয়া হয়েছিল কোলগেটের পাঁচটি রিফিলের মাউথওয়াশের প্যাক। এবং বাড়িতে এসে পৌঁছেছে রেডমি নোট টেন এর আস্ত একটি বাক্স।

ব্যক্তিটি অ্যামাজনের কমপ্লেইন বক্সে কমপ্লেইন দায়ের করে শিপিং নাম্বার দিয়ে। এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই চিত্র সাথে সাথেই। খবরটি ভাইরাল হয়ে যাওয়ার পরে অ্যামাজনে গাফিলতির আরো কিছু চিত্র সামনে আসে। জিনিসপত্রের গুণমান নিয়েও প্রশ্ন ওঠে। জানা যায় পরপর কয়েক বছর ধরেই অ্যামাজন ব্যবহারকারীরা খুবই অসন্তুষ্ট হচ্ছে তাদের জিনিসপত্রে।

আরও পড়ুন:  Frequent Urination: তীব্র তাপপ্রবাহে বারবার হচ্ছে প্রস্রাব ? সাবধান হন এখনই !

Featured article

%d bloggers like this: