নিজস্ব প্রতিবেদন: এপ্রিলের ১১ তারিখ থেকে ভারতের সমস্ত উড়ান বাতিল করলো নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বৃহস্পতিবার ঘোষণা করলেন এই সিদ্ধান্ত।
তিনি জানান, ভারত থেকে আসা করোনা আটকাতে আমি বেশি জোর দিচ্ছি। কিভাবে করোনার ঝুঁকি এড়ানো যায় তার চেষ্টা করছি।
শুধু উড়ান আসায় নয়, নিজেদের বাসিন্দাদের ভারতে যাওয়াতেও স্থগিতাদেশ দিলো নিউজিল্যান্ড সরকার। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্ত দেখেই এমন সিদ্ধান্ত ওদেশের প্রধানমন্ত্রীর।