33 C
Kolkata

বাজারে আসছে নতুন ১০০ টাকার কয়েন

নিজস্ব সংবাদদাতা : ১০০ টাকার কয়েন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া রাজে সিন্ধিয়ার সম্মানে এই ১০০ টাকার কয়েন প্রকাশ্যে আনেন তিনি। বিজয়া রাজে সিন্ধিয়া গোয়ালিয়ারের রাজমাতা হিসেবে পরিচিত। তিনি গোয়ালিয়ারে জনসংঘের ও ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতা ছিলেন। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ও মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী যশোধরা রাজে সিন্ধিয়া তাঁর মেয়ে হন। রাজ্যসভার সদস্য জ্যোতিপ্রিয় সিন্ধিয়া তাঁর নাতি হন। উদ্বোধনের সময় রাজমাতার স্মৃতিচারণে প্রায় মিনিট কুড়ি বক্তৃতা দেন মোদি। তিনি বলেন, রাজপরিবারের সদস্য হওয়া সত্ত্বেও কীভাবে সাধারণ মানুষের সেবায় জীবন উত্সর্গ করেছিলেন বিজয়া রাজে। দেশের ভবিষ্যত প্রজন্মের জন্য তাঁর সমস্ত সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছিলেন।যে ১০০ টাকার কয়েনটি প্রকাশ করা হয়েছে, তার দুই দিকেই বিশেষ ডিজাইন আছে বলে জানা গেছে। একদিকে রাজমাতা বিজয়া রাজে সিন্ধিয়ার ছবি, তারই ওপরের দিকে হিন্দিতে লেখা শ্রীমতি সিন্ধিয়ার জন্মশতাব্দী। একইভাবে নিচের দিকে সেই জন্মশতাব্দী ইংরেজিতে লেখা। কয়েনের সেই দিকেই ওনার জন্মের বছর ১৯১৯ আর জন্ম শতাব্দী ২০১৯ লেখা আছে বলে জানা গেছে। কয়েনের অন্যদিকে হিন্দি এবং ইংরেজিতে ‘ভারত’ লেখা ও অশোক স্তম্ভের চিহ্ন আছে বলে জানা গেছে।বিজয়া রাজে সিন্ধিয়া রাজনীতিক হিসেবে আত্মপ্রকাশ করেন কংগ্রেসের হাত ধরে। ১৯৫৭ সালে কংগ্রেস থেকে তিনি গুনা থেকে জয়ী হন। পাঁচ বছর পর তিনি আবার গোয়ালিয়র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়লাভ করেন। এর পর কংগ্রেস ছেড়ে তিনি স্বতন্ত্র পার্টিতে যোগ দেন। এর পরেই বিজয় রাজে সিন্ধিয়া কেন্দ্রীয় রাজনীতি থেকে রাজ্য রাজনীতিতে সরে আসেন বলে জানা যায়।

আরও পড়ুন:  Manipur News: 'শান্তি না ফিরলে পদক বর্জন', মণিপুর নিয়ে হুঁশিয়ারি মীরাবাই চানু- মেরি কমদের

Featured article

%d bloggers like this: