29 C
Kolkata

cheetahs: শীঘ্রই ভারতের মাটিতে পা রাখবে আরও চিতা

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জন্মদিনে দেশের মাটিতে পা রেখেছে নামিবিয়ার ৮ টি চিতা(Leopard)। তাদের মধ্যে পাঁচটি স্ত্রী এবং তিনটি পুরুষ চিতা রয়েছে। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে রাখা হয়েছে তাদের। তবে এই ৮ টি নয়, নামিবিয়া এবং আফ্রিকার অন্যত্র থেকে আরও চিতা ভারতে আনার পরিকল্পনা রয়েছে, এমনটাই জানিয়েছেন নামিবিয়ার চিতা (Leopard) সংরক্ষণ তহবিলের প্রধান।

নামিবিয়ার চিতা সংরক্ষণ তহবিলের প্রধান লরি মার্কার জানিয়েছেন, আরও চিতা ভারতে আনার জন্য নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের কথা চলছে। আগামী কয়েক বছরের মধ্যেই তাদের ভারতে নিয়ে আসার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। তিনি আরও জানিয়েছেন, নামিবিয়ায় এই চিতা প্রচুর রয়েছে। অন্যত্র নতুন করে চিতার গোষ্ঠী তৈরি করার জন্য নামিবিয়ায় যথেষ্ট চিতা রয়েছে। বিশ্বের দ্রুততম এই প্রাণীর সংখ্যা ভারতে বৃদ্ধির জন্য সেখানে আরও চিতা পাঠাতে হবে বলে জানান মার্কার। ।

আরও পড়ুন:  Political News: যোগীরাজ্যে ধর্ষকদের আশ্রয় দিচ্ছে বিজেপি, কটাক্ষ অখিলেশের

১৯৫২ সালে ভারত থেকে অবলুপ্ত হয়ে যায় চিতা। তবে দেশে চিতার বংশ ফিরিয়ে আনার জন্য সম্প্রতি আটটি চিতা আনা হলেও আগামী পাঁচ বছরে ধাপে ধাপে ৫০ টি চিতা আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এই জাতীয় উদ্যানে এই সকল চিতার গতিবিধির দিকে নজর রাখার জন্য তাদের গলায় লাগানো হয়েছে বিশেষ Collar ID। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে এদের সঙ্গে সংযোগ রাখা হচ্ছে। এসবের মাধ্যমে চিতার গতিবেগ ভিড় উপর নজর রাখা হচ্ছে।

Featured article

%d bloggers like this: