নিজস্ব সংবাদদাতা : আবারও অশান্ত উপত্য়কা। জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গিদের ছোড়া গ্রেনেডে কমপক্ষে ১২ জন বাসিন্দা জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য় করে গ্রেনেড ছোড়া হয়। কিন্তু তা লক্ষ্য়ভ্রষ্ট হয়, এক পুলিশ আধিকারিককে উদ্ধৃত করে একথা জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।
পুলওয়ামার কাকাপোরা এলাকায় হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আধিকারিকরা। সিআরপিএফের তরফে জানানো হয়েছে, বাহিনীর কেউ আহত হয়নি। যারা আহত হয়েছেন, তাঁদের বেশিরভাগের স্প্লিন্টারের ক্ষত হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, ওই হামলাকারীদের ধরতে ইতিমধ্যেই ওই এলাকা ঘেরাও করা হয়েছে, তল্লাশি অভিযান চলছে।
গত সপ্তাহে এই কাশ্মীরেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনা এলোপাথালি গুলি ছুঁড়েছিল। তাতে প্রায় ৬ জন সেনা সহ ১৩ জনের মৃত্যু হয়। পাশাপাশি, ভারতীয় সেনার গুলিতে প্রায় ১২ জন পাক সেনাও মারা যায় বলেই দাবি ভারতীয় সেনাবাহিনীর। তার দিন সাতেকের মধ্যেই বিকেলের আলোতে এই বোমা ছোঁড়ার ঘটনা। অন্যদিকে জম্মু শহরের উপকণ্ঠে নাগরোটায়, জম্মু-শ্রীনগর হাইওয়ের উপর বান টোল প্লাজায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে ৪ জন জৈইশ-ই-মহম্মদ জঙ্গি।
জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন জখম হয়েছেন স্পেশাল অপারেশন গ্রুপের দু’জন জওয়ান। একজন পুলিশ কনস্টেবলও আহত হয়েছেন। একটি ট্রাকে লুকিয়ে সম্ভবত কাশ্মীর উপত্যকা অভিমুখে যাচ্ছিল জঙ্গিরা। বৃহস্পতিবার ভোররাতে জম্মু-শ্রীনগর হাইওয়ের উপর, জম্মু শহরের উপকণ্ঠে নাগরোটার বান টোল প্লাজার কাছে তল্লাশি চালাচ্ছিলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা।
টোল প্লাজায় ওই ট্রাকটিকে থামতে বলেন পুলিশ কর্মীরা। তখনই পুলিশ কর্মীদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে সশস্ত্র জঙ্গিরা। মূলত, কাশ্মীরকে টার্গেট করে , শীত পড়তেই সীমান্তে গোলাগুলি জোরদার করে সীমান্ত পথে জঙ্গি অনুপ্রবেশ ঘটায় পাকিস্তান। আর সেই মর্মে এবারেও তারা সচেষ্ট। যদি এপর্যন্ত প্রায় ৩০০ জঙ্গির অনুপ্রবেশ রুখেছে ভারতীয় সেনা।