নিজস্ব সংবাদদাতাঃ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম। পাশাপাশি দাম বৃদ্ধি পাচ্ছে গ্যাস ও কেরোসিন তেলের। জ্বালানির দামের বৃদ্ধি পাওয়ার ফলে দাম বেড়েছে নিত্তনৈমিত্তিক ব্যবহার্য জিনিসপত্রের। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে ১৪ বছরে যে জিনিসের দাম বাড়েনি, এখন সে জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। সেটা আর কিছুই নয় দেশলাই।
জানা গিয়েছে, ২০০৭ সালে শেষবার বৃদ্ধি পেয়েছিল দেশলাইয়ের দাম। এত বছর অতিক্রান্ত হওয়ার পর অবশেষে দাম বৃদ্ধি পেতে চলেছে। আগামী ১ ডিসেম্বর থেকে এই দাম বৃদ্ধি পাচ্ছে। এখন যা দাম, ডিসেম্বর থেকে তা দ্বিগুণ দামে কিনতে হবে। প্রতি দেশলাই বাক্সের দাম ২ টাকা। ২০০৭ সালে দাম বৃদ্ধি পেয়ে ৫০ পয়সা থেকে ১টাকা হয়েছিল। এবার সেই দাম আরও ১টাকা বাড়তে চলেছে। কিন্তু কেন বাড়ছে দাম?
দেশলাই বানাতে অনেক রকমের কাঁচামাল লাগে। তার মধ্যে লাল ফসফরাস এর দাম ৪২৫ থেকে বেড়ে ৮১০ টাকা হয়েছে। দাম বেড়েছে বাক্সের। পাশাপাশি কাগজ, সালফার, পটাশিয়াম, ক্লোরেট, স্প্লিন্টসেরলের দাম বাড়ছে। ফলে সবকিছুর দাম বাড়ায়, অবশেষে বাধ্য হয়ে বাড়ছে দেশলাইয়ের দাম।