নিজস্ব সংবাদদাতাঃ ফের উত্তপ্ত সিঙ্ঘু সীমান্ত। ফের হামলার অভিযোগ। এবারও অভিযোগের তীর নিহঙ্গ গোষ্ঠীর দিকে। বিগত দেড় বছর ধরে কৃষি আইনের বিরুদ্ধে এই সীমান্তেই বিক্ষোভ প্রদর্শন করছেন কৃষকরা। তখন থেকেই খবরের শিরোনামে রয়েছে সিঙ্ঘু সীমান্ত।
সম্প্রতি এই সীমান্তে এক শ্রমিককে খুন করে ঝুলিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। হাতের পাঞ্জা, গোড়ালি কেটে সিঙ্ঘু সীমান্তে ঝুলিয়ে দেওয়া হয়েছিল তাকে। ঘটনার কথা স্বীকার করেছে শিখ নিহঙ্গ। ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিনজন আত্মসমর্পণ করেছে।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হামলার ঘটনা ঘটল সিঙ্ঘু সীমান্তে। বৃহস্পতিবার রাতে পল্টি মুরগি নিয়ে যাওয়ার সময় বিনোদ পাশওয়ান নামে এক ব্যক্তিকে আটক করেন কয়েকজন। বিনামূল্যে মুরগী দিতে রাজি না হওয়ায় রড দিয়ে তাকে মারধর করা হয়। এই ঘটনায় পুলিশের জালে এক ব্যক্তি।

সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বার বার সিঙ্ঘু সীমান্ত উত্তপ্ত হয়ে উঠছে। কৃষক প্রতিবাদের জায়গা এখন হয়ে উঠেছে শিখ নিহঙ্গদের অত্যাচারের আখড়া।