নিজস্ব প্রতিবেদন: করোনার বাঁধ কিছুদিন ধরতে পারলেও আবার মহারাষ্ট্রে বাঁধ ভাঙছে করোনা। আবারও লক্ ডাউনের ইঙ্গিত দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
রবিবার একটি সাংবাদিক বৈঠকে বসে উদ্ধভ ঠাকরে বলেন, “আমি চাইনা কার্যকর করতে,কিন্তু ‘মজবুরি’ বলেও একটা কথা আছে”। যদিও তিনি জানান যে মাস্ক না পড়লে রাস্তায় পুলিশ প্রশাসন তাদের ধরছে। তারা সবরকমভাবে প্রচেষ্টা করছে। উদ্ধভ আরও জানান,” পরবর্তী ৮ দিনের মধ্যে আমরা লক্ ডাউন করবো কিনা তা জানাবো। আমরা এও জানি পরবর্তী ৮-১৫ দিনের মধ্যে আরও একটি নতুন স্রোত আসতে চলেছে।”
ইতিমধ্যেই পুনেতে নাইট কারফিউ ইতিমধ্যেই বাড়ানো হলো রবিবার। ১৪ই মার্চ পর্যন্ত পুনেতে বর্ধিত হলো কারফিউ। স্কুল,কলেজ, কোচিং সবই বন্ধ থাকবে ওই তারিখ অবধি, পুনের মেয়র রবিবার জানান একথা।