নিজস্ব প্রতিবেদন: আবারও ভয়াবহ বিস্ফোরণে কর্নাটকে প্রাণ গেলো এখনও অবধি ৬ জনের। সোমবার রাতে কর্ণাটকের চিক্কাবল্লাপুর জেলায় খাদানে ব্যবহার হওয়া জিলেটিন বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরকগুলি বেআইনিভাবে জমা করা হয়েছিলো বলে অভিযোগ। এরপরই পুলিশের ভয়ে ওই জিলেটিন নষ্ট করতে গেলেই ঘটে দুর্ঘটনা। শোনা গেছে,ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করা হয়েছে। এর পেছনের নাশকতার ছক এর সন্দেহ উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
প্রধানমন্ত্রী এই বিস্ফোরণে ট্যুইট করেছেন, ” আমি দুঃখিত যাদের মৃত্যু হয়েছে কর্ণাটকের চিক্কাবল্লাপুরের বিস্ফোরণে। পরিবারের প্রতি সহমর্মিতা। যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। “কর্ণাটকের মুখ্যমন্ত্রীও শোক ব্যক্ত করেছেন এবং এর পেছনের কারণ খুঁজে দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন।