নিজস্ব সংবাদদাতা : রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু কাশ্মীর, সংসদে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তবে এখনই নয়, যথাসময়ে সরকার এ বিষয়ে পদক্ষেপ করবে বলেই জানিয়েছে শাহ। বিরোধীদের উদ্দেশে তাঁর অনুরোধ, ভুল বিবৃতি দিয়ে কাশ্মীরের মানুষকে যেন বিভ্রান্ত না করা হয়।
এ দিন সকালে রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ জম্মু কাশ্মীরকে রাজ্যের স্বীকৃতি ফেরানোর জন্য কংগ্রেসের দাবি নিয়ে সরব হন।
২০১৯ সালের অগাস্ট মাসে জম্মু কাশ্মীরের ৩৭০ ধারা প্রত্যাহারের পাশাপাশি জম্মু কাশ্মীর এবং লাদাখকে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে নরেন্দ্র মোদি সরকার।কাশ্নীরের উন্নয়ন নিয়ে এ দিন বিরোধীদেরও কড়া আক্রমণ করেন অমিত শাহ।
তিনি বলেন, ‘আমাদের প্রশ্ন করা হচ্ছে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকে আমরা কাশ্মীরের উন্নতিতে কী করেছি। কাশ্মীরের বিশেষ ক্ষমতা প্রত্যাহারের পর মাত্র ১৭ মাস হয়েছে। আপনারা এখন হিসেব চাইছেন।
কিন্তু গত ৭০ বছর ধরে শাসনের সুযোগ পেয়ে আপানারা কী করেছেন, তার হিসেব কখনও দিয়েছেন? জম্মু কাশ্মীর পু্ণর্গঠন সংশোধনী বিল ২০২১-এর উপরে আলোচনা চলাকালীন অমিত শাহ বলেন, ‘অনেক সাংসদই আশঙ্কা প্রকাশ করছেন যে এই বিল পাশ হওয়া মানে জম্মু কাশ্মীর আর রাজ্যের তকমা ফিরে পাবে না।
কিন্তু এই বিলের কোথাও সেরকম কিছু লেখা নেই। তাহলে কীভাবে আপনারা এই দাবি করছেন? কেন্দ্রশাসিত এই অঞ্চলকে যথাসময়ে রাজ্যের স্বীকৃতি ফিরিয়ে দেওয়া হবে।’