নিজস্ব সংবাদদাতাঃ ধীরে ধীরে সর্বত্র প্রভাব বিস্তার করছে আইএস ও আলকায়দা। বর্তমানে নেটদুনিয়াও তার থেকে বাদ যায়নি। ইন্টারনেটকে ব্যবহার করেই নিজেদের প্রভাব আরও বেশি বাড়িয়ে চলেছে জঙ্গি সংগঠনগুলি।

ইন্টারনেটের মাধ্যমেই সংগঠন চালানোর জন্য অর্থ সংগ্রহ থেকে শুরু করে কোথায় কিভাবে হামলা করা হবে তার ষড়যন্ত্র করা হচ্ছে। এই চরম সতর্কবার্তা দিয়েছে এফএটিএফ।

কি এই এফএটিএফ? বিশ্বে যে সকল জঙ্গি সংগঠনগুলো রয়েছে, সেগুলির অর্থনৈতিক কার্যকলাপ থেকে শুরু করে সমস্ত রকম অর্থনৈতিক লেনদেনের খোঁজখবর রাখে তারা। এফএটিএফের দাবি, ইন্টারনেট খুব ব্যবহার করে আইএস, আলকায়দার মতো জঙ্গি সংগঠনগুলি।

হামলার ছক কষার ষড়যন্ত্র করা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। ষড়যন্ত্রকারীদের বা হামলাকারীদের শনাক্তকরণের চেষ্টা চলছে। বিশ্বের বেশ কয়েকটি জায়গায় একের পর এক ঘটে গিয়েছে জঙ্গি হামলার ঘটনা।

ইন্টারনেটের মাধ্যমে কবে থেকে এতটা বেশি উঠে পড়ে লেগেছে জঙ্গী জঙ্গি সংগঠনগুলি? জানা গিয়েছে ২০২০ সাল থেকে নেটমাধ্যমের ওপর অনেক বেশি প্রভাব ফেলেছে জঙ্গিসংগঠনগুলো।