31 C
Kolkata

Goutam Adani : রকেটের গতিতে বাড়ছে আদানির সম্পত্তি

নিজস্ব প্রতিবেদন: বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় আমাজন কর্তাকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এলেন গৌতম আদনি। ভারতীয় এই ধনকুবেরের সামনে এখন কেবলমাত্র ইলন মাস্ক রয়েছেন । এছাড়াও বিশ্বে ধনীদের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন আরেক ভারতীয় মুকেশ আম্বানি।

কিছুদিন আগে এশিয়ার প্রথম নাগরিক হিসেবে ধনীতম ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন গৌতম আদানি। বর্তমানে আদানের সম্পত্তি প্রায় ১২ লক্ষ কোটি টাকা। লুই ভুঁত কর্ণধরকে অনেক আগেই টপকে গিয়েছিলেন আদানি। বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে ‘ আর্নল্ট ‘ আর চার নম্বরে নেমে গেছেন,’ আর জেফ বেজোস ‘ ।

বিগত কয়েক বছর ধরেই হু হু করে বাড়ছে আদানি সম্পত্তির পরিমাণ । এয়ারপোর্ট, সিমেন্ট, ডেটা সেন্টার একাডেমিক ক্ষেত্রে বিনিয়োগ করেছে আদানি গ্রুপ। আর তারই ফলস্বরূপ ফেব্রুয়ারি মাসের মুকেশ আম্বানিকে টপকে ভারতের ধনীতম ব্যক্তি হয়ে উঠেছিলেন গৌতম আদানি।

আরও পড়ুন:  Lifestyle tips: খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন ? জানুন বিয়ের আগে কী কী মানসিক প্রস্তুতি নেবেন!

সাম্প্রতিকালে বেশ কয়েকটি রিপোর্টে বলা হয়েছে ব্যবসা বাড়াতে গিয়ে অনেক বেশি ঋণ নিয়ে ফেলেছেন আদানিগোষ্ঠী। ফলস্বরূপ ভবিষ্যতে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারে । কিন্তু সেই দাবি উড়িয়ে দিয়ে আদানি গোষ্ঠী মনের পাতার একটি রিপোর্ট প্রকাশ করে জানিয়েছিল , ধারাবাহিকভাবে ঋণের বোঝা কমিয়ে ফেলেছে তারা ।

Featured article

%d bloggers like this: