30 C
Kolkata

দিল্লি পুলিসের নজরে গৌতম গম্ভীর

নিজস্ব সংবাদদাতা : মানুষকে সহায়তা করার জন্য সমস্যা বাড়ল গৌতম গম্ভীরের। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার এখন বিজেপির সাংসদ। করোনার সময় তিনি রাত-দিন এক করে মানুষের পাশে থেকেছেন।

তবে এবার মানুষের উপকার করার জন্যই দিল্লি পুলিসের নজরে গম্ভীর। সাধারণ মানুষকে বিনামূল্যে ওষুধ বিতরণ করার জন্য ফ্যাসাদে পড়েছেন বিজেপি সাংসদ। ২৫ এপ্রিল গম্ভীর একটি টুইট করেছিলেন।

সেই টুইটে তিনি লিখেছিলেন, ‘করোনা মহামারীর এই দুঃসময়ে আমাদের পরস্পরকে সাহায্য করতে হবে। একে অপরের হাতে হাত রেখে চলতে হবে। আমি দিল্লিবাসীদের মধ্যে বিনামূল্যে Fabiflu ওষুধ বিতরণ করব।

আপনারা ২২, পুসা রোডের GGF অফিস থেকে সেই ওষুধ সংগ্রহ করতে পারবেন। সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত যত বেশি সম্ভব মানুষকে এই ওষুধ বিতরণ করা হবে। আপনারা আধার কার্ড ও ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আসতে পারেন।

আরও পড়ুন:  Relationship tips : কোন বয়সে বিয়ে করলে বেশি দিন টিকবে সম্পর্ক ! রইল টিপস

আমরা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করার চেষ্টা করব। ‘ এই টুইটের পর থেকেই গৌতম গম্ভীরের সমস্যা আরও বেড়ে গিয়েছে।দিল্লি পুলিস এখন গম্ভীরের কাছে জানতে চেয়েছে, তিনি এত ওষুধ কোথা থেকে পেয়েছিলেন!

আর মহামারীর সময় এত ওষুধ তিনি মজুত করে রেখেছিলেন কেন! ইতিমধ্যে বিরোধী দলের নেতারা গম্ভীরের সমালোচনা শুরু করেছেন।

Featured article

%d bloggers like this: