নিজস্ব সংবাদদাতা : কৃষকদের ট্রাক্টর ব়্যালিতে হামলার ঘটনায় যোগেন্দ্র যাদব, রাকেশ টিকায়েত সহ মোট দশজন কৃষক নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। রায়ট, অপরাধমূলক ষড়যন্ত্র, ডাকাতি ও খুনের চেষ্টার অভিযোগে ১০ জেলায় মোট ২২টি এফআইআর পুলিশ দায়ের করেছে বলে জানিয়েছেন দিল্লির এক সিনিয়ার পুলিশ অফিসার।
জিজ্ঞাসাবাদের জন্য কৃষক নেতাদের আগামী কয়েকদিনের মধ্যেই ডাকা হবে।মঙ্গলবারের তাণ্ডবে ৩০০-র বেশি তাদের কর্মী আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। লালকেল্লা ও আইটিও চত্বরেই আহতের সংখ্যা বেশি। দিল্লি পুলিশ জানাচ্ছে, ‘প্রকৃত তদন্তের পরই গ্রেফতার করা হচ্ছে।
কীভাবে হিংসা ছড়ালো তা জানতে, লালকেল্লা, নাঙ্গলোই, আইটিও-র কাছে থাকা সিসিটিভিগুলো খতিয়ে দেখা হচ্ছে।’তিন কৃষি আইনের প্রতিবাদে প্রজাতন্ত্র দিবসে রাজপথে ট্রাক্টর ব়্যালি করার কথা ঘোষণা করেছিলেন কৃষক নেতারা। আদালত এই ব়্যালির উপর স্থগিতাদেশ জারি না করায় রবিবার কৃষক নেতা ও পুলিশ প্রশাসনের মধ্যে বৈঠক হয়।
স্থির হয় দিল্লি সীমানা দিয়ে কেএমপি এক্সপ্রেসওয়ে , কেজিপি এক্সপ্রেসওয়ে পর্যন্ত ব়্যালি যাবে শান্তিপূর্ণভাবে। কিন্তু, মঙ্গলবার ব়্যালি শুরু হওয়ার পরই ঘটে বিপত্তি। পুলিশ জানিয়েছে, মুকারবা চক, গাজীপুর, আইটিও, সীমাপুরী, নাঙ্গলোই টি পয়েন্ট, টিকরি সীমান্ত, লালকেল্লাতে কর্তব্যরত বহু পুলিশ কর্মী জখম হয়েছেন।
গাজীপুর, টিকরি, সিংঘু সীমান্তে ব্যারিকেড ভাঙা হয়েছে। আইটিও-তে পুলিশের সদর দপ্তরের সামনে দলে দলে কৃষক নয়া দিল্লি জেলার দিকে এগোতে থাকেন। পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। বিবৃতিতে এও বলা হয়েছে, ‘দিল্লি পুলিশের ধরপাকড় সত্ত্বেও নিহাঙ্গদের নেতৃত্বাধীন কৃষকদের কাছে তরোয়াল, কৃপান, ফুরসার মতো অস্ত্র ছিল।