29 C
Kolkata

প্রায় ৩ কোটিরও বেশি পোস্ট উড়িয়ে দিল ফেসবুক

নিজস্ব সংবাদদাতা : ভারতের নয়া ডিজিটাল আইন মেনে শুক্রবারই তাদের রিপোর্ট প্রকাশ করেছিল গুগল এবং কু। ফেসবুক যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে দাবি করা হয়েছে, ১৫ মে থেকে ১৫ জুনের মধ্যে আইন লঙ্ঘনকারী এমন ৩ কোটিরও বেশি বিষয়বস্তুর বিরুদ্ধে পদক্ষেপ করেছে তারা।

আইন লঙ্ঘনকারী বিষয়বস্তুর বিরুদ্ধে পদক্ষেপ করেছে তারা। ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, ‘‌আমরা এই ধরনের বিষয়বস্তুকে চিহ্নিত করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিকে ব্যবহার করছি। এ ছাড়াও কোনও অভিযোগ পেলেই খতিয়ে দেখা হচ্ছে সেই বিষয়বস্তু আমাদের নীতির বিরুদ্ধে গিয়েছে কি না।’‌

কী কী পদক্ষেপ করা হয়েছে সে সম্পর্কে তাদের আগামী রিপোর্ট ১৫ জুলাই প্রকাশিত করা হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামও তাদের রিপোর্ট প্রকাশ করেছে। আইন লঙ্ঘনকারী এমন ২০ লক্ষ বিষয়বস্তুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি ইনস্টাগ্রামের। ৫৯ হাজারেরও বেশি আইন লঙ্ঘনকারী লিঙ্ক সরিয়ে দেওয়া হয়েছে বলে রিপোর্টে দাবি করেছে গুগল।

আরও পড়ুন:  Cooking tips: চটজলদি বানিয়ে ফেলুন পটল সন্দেশ

গুগলের দাবি, এপ্রিলে ২৭ হাজার ৭১৬ টি অভিযোগ পেয়েছে তারা। যার মধ্যে বেশিরভাগই স্বত্ব সংক্রান্ত বিষয়ে। অভিযোগ হাতে পাওয়ার পরই পদক্ষেপ করেছে কু। বেঙ্গালুরুর এই সংস্থাটি জানিয়েছে, তারা সাড়ে ৫ হাজার অভিযোগ পেয়েছে। তার মধ্যে ১ হাজার ২৫৩ টি অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ করেছে।

Featured article

%d bloggers like this: