নিজস্ব সংবাদদাতা : দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সর্বদলীয় বৈঠক বসেছিল। ভার্চুয়াল মাধ্যমে বৈঠক হয়। কোভিড-১৯ পরিস্থিতির পাশাপাশি, ভ্যাকসিন নিয়েও বৈঠকে আলোচনা হয়। মোদি বলেন, ‘বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে কোভিড ভ্যাকসিন প্রস্তুত হয়ে যাবে। বিজ্ঞানীরা সবুজ সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গে ভারতে টিকাকরণ শুরু হবে।
স্বাস্থ্যসেবা, ফ্রন্টলাইনের কর্মী এবং গুরুতর রোগে আক্রান্ত প্রবীণ ব্যক্তিদের টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।”প্রধানমন্ত্রী বলেন, ” আমাদের বিজ্ঞানীরা কোভিড ১৯ ভ্যাকসিন নিয়ে নিশ্চিত। গোটা বিশ্ব চাইছে, সবচেয়ে কম দামে, সবচেয়ে নিরাপদ ভ্যাকসিন। যা তৈরি করতে তাঁরা পেরেছে। আর সে জন্যই গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে”।
ভ্যাকসিনের কত দাম হওয়া উচিত তা নিয়ে কেন্দ্র প্রত্যেক রাজ্যের সঙ্গে কথা বলছে। তবে প্রতি ক্ষেত্রেই নিরাপদ ও স্বাস্থ্যকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। এর আগে, ভারতে কোন পর্যায়ে করোনা ভ্যাকসিন তৈরির কাজ, তা খতিয়ে দেখতে গত সোমবার দেশের তিন শহরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
সকালে আমেদাবাদ, দুপুরে হায়দরাবাদ ও শেষে পুনের ভ্যাকসিন ল্যাবে যান তিনি। কথা বলেন গবেষকদের সঙ্গে। মোদি বলেন, ‘ভ্যাকসিনের বণ্টনের বিষয়েও কেন্দ্র-রাজ্য যৌথ ভাবে কাজ করবে। টিকাকরণের জন্য আমাদের হাতে একটা বৃহত্ নেটওয়ার্ক রয়েছে। কোল্ড চেন থেকে শুরু করে টিকা পরিবহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাজ্যগুলির সঙ্গে আলোচনা চলছে দ্রুতগতিতে’।